স্বপ্ন সত্যি হল! শুভশ্রীর কোলে তোয়ালে মোড়া একরত্তি মেয়েকে দেখে জল্পনা নেটপাড়ায়

বাংলা হান্ট ডেস্ক : এই খবর তো আগেই পেয়েছেন যে, শীঘ্রই দ্বিতীয় সন্তান আসতে চলেছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) ঘরে। তারপর থেকেই ট্রেন্ডে রয়েছেন এই টলি নায়িকা। দিন কয়েক আগেই বলেন, এইবার তার একটি মেয়ে সন্তান চাই। আর এই মন্তব্যের পরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি একরত্তি খুদের ছবি শেয়ার করেছেন শুভশ্রী।

এইদিন শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল তোয়ালে মোড়া একটি শিশুর ছবি। পাশে দাঁড়িয়ে রয়েছেন স্বামী রাজ। তারপর থেকেই এই একরত্তির পরিচয় জানার জন্য সকলে উৎসুক হয়ে আছে। তবে কি মা হয়ে গেলেন শুভশ্রী? স্বপ্ন সত্যি হল নায়িকার? এখন কেবল এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন ইন্সটা স্টোরির পাশাপাশি এই পুঁচকের একটি ছবিও শেয়ার করেছেন শুভশ্রী। পুঁচকেটাকে কোলে নিয়ে পোজ দিয়েছেন নায়িকা। মুখে লেগে রয়েছে হাসি। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হবু মা ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমাদের ছোট্ট প্রিন্সেস৷’

আরও পড়ুন : দেব আনন্দ নয়, ‘গাইড’ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়! পিছিয়ে গেলেন কেন? মুখ খুললেন ওয়াহিদা

দিন কয়েক আগেই একটা বিশেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন এই টলি নায়িকা। তিনি জানিয়েছেন, এবার এক কন্যা সন্তানের মা হতে চান। এইদিন নায়িকা বলেন, ‘ঈশ্বর প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া–আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার।’ এদিকে ছেলের কথা বলতে গিয়ে তিনি বলেন, ইউভান নাকি খুব বুঝদার। সে এখন থেকেই বোঝে যে মায়ের নিচু হয়ে খেলা বারণ।

আরও পড়ুন : ১৪ বছরের কেরিয়ার, আজও নায়িকা! দেখুন তো ফ্রক পরা এই খুদেকে চিনতে পারেন কি না

subhashree ganguly

তারপর থেকে অনেকেই হয়ত মনে করছেন যে এই খুদে শুভশ্রীরই সন্তান। জানিয়ে রাখি এমনটা নয়। যদিও একরত্তির আসল পরিচয় এখনও জানা যায়নি। তবে সে যে শুভশ্রীর নিজের মেয়ে নয় তা খানিকটা স্পষ্ট। আপাতত তিনি তার মা হওয়ার জার্নিটা নিজের মত করে উপভোগ করছেন। তবে এই অবস্থায় তিনি বাড়িতে নয় বরং কাজের মধ্যেই থাকতে চাইছেন। এখন তাকে দেখা যাচ্ছে, ‘ডান্স বাংলা ডান্স’- এর বিচারকের আসনে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর