দেব আনন্দ নয়, ‘গাইড’ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়! পিছিয়ে গেলেন কেন? মুখ খুললেন ওয়াহিদা

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছে দেব আনন্দ-ওয়াহিদা রহমান (Waheeda Rehman) অভিনীত ‘গাইড’ (Guide)। তবে জানেন কি সবার প্রথমে এই ছবিটি করার কথা ছিল কিংবদন্তি পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের (Satyajit Ray)। বাংলা তথা গোটা দেশের গর্ব এই মানুষটি সবার প্রথম ‘গাইড’ করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রোজেক্টটি চলে যায় দেব আনন্দের হাতে। আর এর পেছনেও রয়েছে একটি মজার কাহিনী।

বলিউড ভিত্তিক কিছু মিডিয়ার রিপোর্ট থেকে জানা যায়, আর কে নারায়ণের এই গল্প নিয়ে সবার প্রথম আগ্রহ দেখিয়েছিলেন বাঙালির আইকন সত্যজিৎ রায়‌। লিড রোলের জন্য তার প্রথম পছন্দ ছিলেন ওয়াহিদা রহমান। কারণ, সত্যজিৎ-র বিশ্বাস ছিল, এই ভূমিকার জন্য তিনি একেবারে পিকচার পারফেক্ট। তবে ঈশ্বরের ইচ্ছা বোধহয় অন্যকিছু ছিল। বছর খানেক পর ওয়াহিদা জানতে পারেন, ‘গাইড’র শ্যুটিং তো হচ্ছে ঠিকই তবে সেটা সত্যজিৎ রায় করছেননা বরং করছেন দেব আনন্দ।

বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা এক সাক্ষাৎকারে জানান যে, এই ছবি নিয়ে যা ঘটেছিল, সত্যজিৎ এর দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে আলাদা ছিল‌। তবে তিনি যখন ছবিটি ছেড়ে দেন তখন অবাকই হয়েছিলেন অভিনেত্রী। এই বিষয়ে দেব আনন্দকে জিজ্ঞেস করলে অভিনেতা তাকে জানান, সত্যজিৎ রায়ের প্রাথমিক পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি নিজেই সিদ্ধান্ত বদল করেছিলেন।

আরও পড়ুন : এক মিশকায় রক্ষা নেই, ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে নতুন খল চরিত্র! দেখা যাবে এই অভিনেত্রীকে

জানা যায়, দিকদর্শী এই পরিচালক সন্দেহ করেছিলেন নিজেকেই। লেখকের সাথে আলাপচারিতার সময় তিনি নাকি বলেছিলেন, ‘ভারতের ওইদিকটা আমি ঠিক ফোটাতে পারব না…’। অন্যদিকে ছবি প্রসঙ্গে বললে পদ্মিনী এবং লীলা নাইডুর মত অভিনেত্রীরাও এই চরিত্রটির জন্য এতটাই আগ্রহী ছিলেন যে তারা নাকি ওয়াহিদাকে অনুরোধ করেছিলেন যে, তিনি যেন এই ছবিটি প্রত্যাখান করেন। যদিও শেষমেশ ওয়াহিদাই ছবিটি করেন।

আরও পড়ুন : ‘ইতিহাস তৈরি করতে এসছি, করবও’, নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে সাফ বার্তা দেবের

satyajitray 1200

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওয়াহিদা জানান, সত্যজিৎ তাকে কথা দিয়েছিলেন যে, তিনি যদি কখনও হিন্দি ছবি তৈরি করেন তাহলে তাকে কাস্ট করবেন। সেই মত ‘শতরঞ্জ কে খিলারি’ নির্মাণের সময়, সত্যজিৎ তার সাথে যোগাযোগ করেন। যদিও অভিনেত্রীর মনে হয়েছিল যে কোনও ভূমিকাই তার জন্য উপযুক্ত নয়, তিনি তাঁর প্রতিশ্রুতিকে সম্মান করতে চেয়েছিলেন। তবে এরপর তিনি অভিনয় করেন ‘অভিযান’ ছবিতে। এই একটি ছবিতেই সত্যজিৎ-র সঙ্গে কাজ করেছেন তিনি। এই লেজেন্ডারি পরিচালক সম্পর্কে বলতে গিয়ে ওয়াহিদা বলেন, ‘তিনি তাঁর সময়ের চেয়ে অনেকটা এগিয়ে ছিলেন।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর