‘ইতিহাস তৈরি করতে এসছি, করবও’, নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে সাফ বার্তা দেবের

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র দিন দশেকের অপেক্ষা। তারপরেই মুক্তি পেল দেবের (Dev) নতুন ছবি ‘বাঘা যতীন’র (Bagha Jatin) ট্রেলার (Trailer)। বাংলার বাঘ বিপ্লবী যতীন দাসের জীবনী ফুটে উঠবে এই ছবিতে। যে কারণে এই ছবির প্রতি বাঙালির একটা অন্য ইমোশন কাজ করছে। তাই তো ছবি মুক্তির আগে ট্রেলার দেখে যারপরনাই খুশি ভক্তরা‌। ট্রেলারের পাশাপাশি সামনে এল আরও একাধিক তথ্য।

এইদিন দেব তার গোটা টিমের সঙ্গে দর্শকদের আলাপ করিয়ে বলেন, ‘এই হল আমার পরিবার, আমার বাঘা যতীন (Bagha Jatin) পরিবার। বাঘা যতীন এখন আর ছবি নেই। এটা একটা আবেগ হয়ে গিয়েছে। আমরা আবার হয়তো সবাই যে যার নিজের মতো আলাদা আলাদা ছবি করব, কাজ করব, গান লিখব, অভিনয় করব, কিন্তু আমাদের সবার জীবনে বাঘা যতীনের মতো ছবি হয়তো আর ফিরবে না। এটা ছবির থেকে আমাদের কাছে অনেক বেশি কিছু।’

এইদিন যখন ট্রেলার লঞ্চ হয় তখন এক ভক্ত জিজ্ঞেস করেন, এতদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তার এই সফরটা ঠিক কেমন? এই দীর্ঘ কেরিয়ারে তিনি আই লাভ ইউ, চ্যালেঞ্জের মতো ছবিও করেছেন আবার চাঁদের পাহাড়, বাঘা যতীন-র মত ছবিও করছেন। রোজ নিজেকে ভেঙেছেন, গড়েছেন। ঠিক কতটা উপভোগ করছেন এই সফরটা?

আরও পড়ুন : ভয়ঙ্কর! হাসিখুশি অনু্ষ্ঠানের মাঝে নেমে এল হামাসের আক্রমণ, ভাইরাল নুসরতের গানের ভিডিও

এই প্রশ্নের উত্তরে দেব জানান, ‘সময় পাইনি ভাবার। আসলে এতটাই কাজে ডুবে থাকি, ব্যস্ত থাকি, তাই আমি এটা নিয়ে কখনই ভাবি না যে কী কী কর এলাম। কারণ এখনও অনেক কাজ করা বাকি আছে, অনেক ইতিহাস লেখা বাকি আছে, অনেক চরিত্র করা বাকি আছে। তাই যদি বেঁচে থাকি, যখন বুড়ো হবো তখন ভাবব যে অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল। এখন অভিজ্ঞতা সঞ্চয় করছি।’

আরও পড়ুন : জ্বলছে ইজরায়েল-হামাস, প্যালেস্টাইনকে সমর্থন করতেই কাজ হারালেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফা!

 

আসলে এর আগে দেব যখন ব্যোমকেশ, বাঘা যতীনের চরিত্র করবেন বলে ঠিক করেন তখন নানা ধরণের সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। অভিনেতার অস্পষ্ট উচ্চারণ, বাংলা উচ্চারণ নিয়ে প্রচুর কথা শুনতে হয়েছিল। এই বিষয়ে সাংসদ অভিনেতা বলেন, ‘লোক তো বলবেই নানা কথা, তাতে কী এল গেল? আমি এখানে ইতিহাস বানাতে এসছি। আমি ইতিহাস তৈরি করেই ছাড়ব। বাকিটা শুক্রবার দেখা যাবে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর