পাত্তা পাবে না SBI, HDFC! ফিক্সড ডিপোজিটে ‘রেকর্ড সুদ’ দিচ্ছে এই ব্যাঙ্ক

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক তাদের বৈঠকে রেপো রেট পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। শেষবার রেপো রেট পরিবর্তন হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। যেহেতু রেপো রেটে পরিবর্তন আসেনি, সেহেতু মনে করা হচ্ছে ব্যাঙ্কের স্থায়ী আমানতের সুদের হারও অপরিবর্তিত থাকবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ বিনিয়োগের জন্য বেছে নেন ব্যাঙ্ককে।

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত বার্ষিক হারে সুদ প্রদান করে থাকে। এর ফলে অধিকাংশ আমজনতা সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটকে। তবে সাধারণ ব্যাংকের তুলনায় স্মল ফিনান্স ব্যাংকগুলি অপেক্ষাকৃত বেশি সুদ প্রদান করছে। ৯.১৫% বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এফডি-তে ( fincare small finance bank FD Rates)।

আরোও পড়ুন : পুজোর আগেই নয়া চমক! রেশনে মিলবে বিশেষ উপহার, অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৩% সুদ দিচ্ছে ৭ থেকে ১৪ দিনের এফডি-তে। ১৫ দিন থেকে ৩০ দিনের এফডি-তে এই ব্যাংক প্রদান করছে ৪.৫০ শতাংশ সুদ। গ্রাহকরা ৪.৭৫ শতাংশ সুদ পেয়ে যাবেন ৩১ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে। ৪৬ দিন থেকে ৯০ দিনের এফডি-তে এই ব্যাংক দিচ্ছে ৫.২৫ শতাংশ সুদ, ৯১ থেকে ১৮০ দিনের এফডি-তে ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।

fincare small finance bank refiles ipo draft papers ep 1024x533

এছাড়াও, ১৮১ থেকে ১ বছরের এফডি-তে ৬.৫০ শতাংশ সুদ মিলছে। এই ব্যাঙ্ক ৩০ মাস ১ দিন থেকে ৯৯৯ দিনের এফডি-তে ৮% সুদ প্রদান করছে। ৩৬ মাস ১দিন থেকে ৪২ মাসের এফডিতে ৮.৫১ শতাংশ সুদ, ৪২ মাস থেকে ৫৯ মাসের ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন প্রবীণ নাগরিকরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর