তালিকা থেকে বাদ পড়েছে নাম! ভোট দিতে পারলেন না স্বস্তিকা, হতাশ অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ। এবার পালা ফলপ্রকাশের। শনিবার ১ জুন সপ্তম দফার ভোট গ্রহণ পর্বের মধ্যে দিয়েই শেষ হয়েছে  লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha Election 2024)। শেষ দিনের ভোট গ্রহণ পর্বে পশ্চিমবঙ্গের (West Bengal) মোট নয়টি কেন্দ্র থেকে ভোট গ্রহণ হয়েছে। শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই এসেছে বিক্ষিপ্ত অশান্তির খবর।

এসবের মধ্যেই লোকসভা নির্বাচনের ভোট দিতে গিয়ে এক বিরল অভিজ্ঞতর স্বীকার হলেন টলিউডের নামজাদা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এদিন ভোট দিতে গিয়ে তিনি জানতে পারলেন ভোটার তালিকা থেকেই নাকি বাদ পড়েছে তাঁর নাম। একই অভিজ্ঞতার স্বীকার অভিনেত্রীর বোন অজপা মুখোপাধ্যায়-ও।

এদিন বোন অজপাকে সঙ্গে নিয়েই লফগার্ডেন এলাকায় রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুলের বুথে ভোট দিতে গিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু আশ্চর্য্যের বিষয় এদিন ভোট দিতে গিয়েও ভোট না দিয়েই ফিরে আসতে হল অভিনেত্রীকে। কারণ এদিন বুথে গিয়েই স্বস্তিকা  জানতে পারেন, তাঁর এবং তাঁর বোন অজপা মুখোপাধ্যায়ের নাম নাকি ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে।

এদিনের গোটা ঘটনার কথা বিশদে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে স্বস্তিকা বলেছেন, ‘অত্যন্ত হতাশাজনক বিষয়। আমরা আগেও ভোট দিয়েছি। আজ আমি আর আমার বোন ভোট দিতে গিয়ে জানতে পারলাম আমাদের নাম বাদ পড়েছে। আমার ভোটার কার্ড হারিয়ে গেছে। বোনের ভোটার কার্ড আছে। কিন্তু তা সত্ত্বেও কীভাবে ওর নাম লিস্ট থেকে উড়ে গেছে জানিনা।’

আরও পড়ুন: শিক্ষকদের নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ! দিশেহারা শিক্ষা দফতর

এদিন ভোট দিতে গিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় ভীষণ অবাক হয়েছেন অভিনেত্রী। এপ্রসঙ্গে তিনি বেশ হতাশ হয়েই বলেন,’আমার মা ২০১৫ সালে মারা গেছে, বাবা ২০২০ মারা গেছে। ওনাদের নাম তালিকায় রয়েছে। আমাদের বিল্ডিং-এ অনেক প্রবীণ মানুষ রয়েছেন যাদের মধ্যে অনেকে স্ট্রেচারে করে এসেও ভোট দিতে পারবেন না, তাঁদের নামও রয়েছে। এমনকী বিল্ডিং ছেড়ে চলে গেছে এমন লোকজনেরও ভোটার তালিকায় নাম রয়েছে। কিন্তু আমাদের নাম নেই। কীভাবে নাম বাদ পড়ল সেটাই বুঝতে পারছি না।’

শেষ পর্যন্ত ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে হওয়ায় এদিন স্বস্তিকা বলেন ,’দেশে থাকার সবচেয়ে বড় অধিকার হারালাম’। তবে শেষ চেষ্টা করতে এদিন তিনি গোটা বিষয়টি ফোন করেই জানিয়েছিলেন এলাকার কাউন্সিলরকেও। কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানতে পারায় আর কিছুই করার ছিল না।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর