বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রাস্তায় আজকের রাত দখলে (Rat Dokhol) নামছে মেয়েরা। আরজিকর (R G Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। আমজনতা থেকে তারকা সকলেই এই নারকীয় ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। প্রশ উঠছে আজকের দিনে দাঁড়িয়েও মেয়েদের নিরাপত্তা কি একেবারে তলানিতে? তাই আরজিকরের তরুণী হত্যার বিচার চেয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ ই আগস্ট রাত দখল নিতে এবার রাস্তায় নামছে মেয়েরাই।
আরজিকরের (R G Kar) তরুণী হত্যার প্রতিবাদে রাত দখলে টলিউড তারকারা
যা প্রকৃত অর্থে স্বাধীনতা দিবসের আগে নারী স্বাধীনতার আন্দোলন বলা চলে। তাই আজ মাঝরাতেই রাস্তায় রাস্তায় চলবে প্রতিবাদ। জমায়েত শুরু হবে রাত ১১ টা বেজে ৫৫ মিনিট থেকে। তাই আজ মধ্যরাতেই দলে দলে রাস্তায় নেমে এবার প্রতিবাদের শামিল হবেন গোটা শহরের মেয়েরা। মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।
বিশেষ করে ছাত্রীর মৃত্যুর ঘটনার পর তিনি যে মন্তব্য করেছিলেন তাতে যেন এই ছাত্রী মৃত্যুর প্রতিবাদে আগুনে ঘি ঢালার কাজ করে। যার ফলে গোটা রাজ্যবাসীর রোষের মুখে পড়েন অধ্যক্ষ। তারপরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্রী রিমঝিম সিনহা একটি ফেসবুক পোস্টে রাত মেয়েদের রাত দখলের ডাক তুলেছিলেন প্রথমে সেখানে উল্লেখ করা হয়েছিল যাদবপুর,কলেজস্ট্রিট,আর অ্যাকাডেমির নাম। পরে অবশ্য তালিকাটা বাড়তে থাকে।
আরও পড়ুন : সরকারি নার্সদের নিয়ে নতুন বিজ্ঞপ্তি! অংশ নিতে হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে
রাট দখলের পোস্টার মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। মেয়েদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সোচ্চার হতে এবার মাঝরাতেই রাস্তায় নামার সিদ্ধান্ত নেয় মেয়েরা। শুরু থেকেই আরজিকরের এই ঘটনায় সোচ্চার হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আজও মেয়েদের এই জমায়েতে থাকছেন তিনি।
তবে স্বস্তিকা ছাড়াও এই রাত দখলে আজ রাস্তায় নামছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন চক্রবর্তী , শ্রীলেখা মিত্র, তথাগত মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী,সৌরসিনি মিত্র, শোলাঙ্কি রায়ের মতো তারকারা।