ঐন্দ্রিলা-সব‍্যসাচীর পাশে টলিপাড়া, প্রার্থনা করলেন জিতু-সুদীপ্তা-পরমব্রতরা

বাংলাহান্ট ডেস্ক: অসুস্থ ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) আরোগ‍্য কামনায় একজোট হল বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি। গত প্রায় ১৬ দিন ধরে হাসপাতালে সংজ্ঞাহীন ভাবে পড়ে রয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার চিন্তা আরো বাড়িয়ে চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার মস্তিকে একাধিক ব্লাড ক্লট পাওয়া গিয়েছে। অনুরাগী, শুভাকাঙ্খীদের উদ্দেশে সব‍্যসাচী চৌধুরী আর্জি জানিয়েছেন, অন্তর থেকে ঐন্দ্রিলার জন‍্য প্রার্থনা করতে।

আদৃত রায়, গৌরব রায় চৌধুরী, সৌরভ দাস, অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়, সুদীপা চট্টোপাধ‍্যায়রা সোশ‍্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। এবার তালিকায় যুক্ত হল আরো কিছু নাম। নিজের ফেসবুক প্রোফাইলের ডিসপ্লে পিকচার বদলে সব‍্যসাচীর একটি ছবি লাগিয়েছেন জিতু কামাল।

Jeetu kamal
ছবিতে বামাক্ষ‍্যাপা রূপী সব‍্যসাচী জড়িয়ে ধরে রয়েছেন মা তারাকে। জিতু লিখেছেন, ‘ঈশ্বরকেও কখনো কখনো মনে করিয়ে দেওয়া প্রয়োজন… যে এই ছেলেটির নাম সব্য’।

সব‍্যসাচী ঐন্দ্রিলার ছবি শেয়ার করে পরমব্রত চট্টোপাধ‍্যায় লিখেছেন, ‘সবাই মেয়েটির জন‍্য প্রার্থনা করুন। আর ওর সঙ্গীর জন‍্য যে পুরো সময়টা ওর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের কাউকেই ব‍্যক্তিগত ভাবে চিনি না, কিন্তু যেভাবে তোমরা লড়াই করে চলেছো তার জন‍্য কুর্নিশ জানাই। সব‍্যসাচী, যেভাবে তুমি ওর এবং নিজের স্ট্রাগলের মধ‍্যে দিয়েও ওর পাশে রয়েছো, তাতে ভালবাসা আর সম্পর্কের উপরে নতুন করে বিশ্বাস জন্মায়। হ‍্যাঁ, আমরা শুনেছি আর মিরাক‍্যলের জন‍্য প্রার্থনা করছি।’

অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘আমারও প্রায় এই বয়েসী একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা। ঐন্দ্রিলার বাবা মা আর সব্যসাচীর পাশে থেকে শুধু প্রার্থনা করছি ওদের এই কঠিন সময় কেটে যাক যত তাড়াতাড়ি সম্ভব।’

Sudipta chakraborty
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘প্রার্থনায় কি কাজ হয়? আমি জানি না। যদি হয়, তাহলে প্রার্থনা দরকার। সব‍্যসাচী, ঐন্দ্রিলার জন‍্য অন্তর থেকে প্রার্থনা করছি। ওদের লড়াইটা জিততেই হবে। কোনো একটা মিরাক‍্যল হোক। মিরাক‍্যল হয়, তাই না?’


Niranjana Nag

সম্পর্কিত খবর