বছরের শুরুতেই শোকের ছায়া! প্রয়াত ‘বাঘাযতীন’ খ্যাত পরিচালক অরুণ রায় 

বাংলা হান্ট ডেস্কঃ সবেমাত্র শুরু হয়েছে নতুন বছর। আর শুরুতেই এল মন খারাপের খবর। বছরের একেবারে শুরুতেই শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। আজ বৃহস্পতিবার সকালেই প্রয়াত হলেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় পরিচালক অরুণ রায় (Arun Roy)। এ’কথা সরাসরি জানিয়েছেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ।

প্রয়াত বাঘাযতীন খ্যাত পরিচালক অরুণ রায় (Arun Roy)

২০২৩  সালে মুক্তি পেয়েছিল অরুণ রায় (Arun Roy) পরিচালিত বিখ্যাত সিনেমা ‘বাঘাযতীন’। এই সিনেমায় প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন টলিউড সুপার স্টার দেব। সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল সিনেমা বিশেষজ্ঞদের।

মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন অরুণ রায়। শারীরিক অসুস্থতা নিয়েই এই সিনেমার প্রচার করেছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না তিনি নিজেও। তাই একটু সুস্থ হতেই ও আবার নতুন উদ্দমের সাথে কাজ করা শুরু করেছিলেন তিনি। শুরু থেকেই পরিচালককে সাহস জুগিয়েছিলেন অভিনেতা দেব।

গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন অরুণ রায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। প্রসঙ্গত বিগত  কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই টলিউড পরিচালক। অরুণ রায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁকে নিজে গিয়ে দেখে এসেছিলেন দেব।

আরও পড়ুন: শটের মাঝে প্রসেনজিৎকে ‘হারামজাদা’ বলে গালিগালাজ! কী ঘটেছিল অনামিকা সাহার সঙ্গে?

অন্যদিকে হাসপাতালে পরিচালকের পাশে সর্বক্ষণ ছিলেন অভিনেতা পরিচালক কিঞ্জন নন্দ। অরুণ রায়ের  সিনেমার হাত ধরেই সিনেমা জগতে প্রথম হাতেখড়ি হয়েছিল কিঞ্জল নন্দর। ‘৮/১২’ সিনেমায় ‘বিনয় বসু’ চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন চিকিৎসক-অভিনেতা। প্রিয় পরিচালকের মৃত্যুতে মন ভালো নেই তাঁরও।

Arun 2

অরুণ রায়ের শারীরিক অবস্থার অবনতির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে পোস্ট করেছিলেন কিঞ্জল। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা বাংলা বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রসঙ্গত অরুণ রায়ের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। অরুণ দেবের মরদেহ হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর