২৭ বছর ইন্ডাস্ট্রিতে থেকেও কাজ নেই! ‘সংসার চলছে না’, সোশ‍্যাল মিডিয়ায় কাতর আবেদন পরিচালকের

বাংলাহান্ট ডেস্ক: করোনার জেরে দীর্ঘ লকডাউনে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল বিনোদন ইন্ডাস্ট্রি। বহু অভিনেতা অভিনেত্রী কাজ চেয়ে আবেদন করেছিলেন সোশ‍্যাল মিডিয়ায়। এই দেড় দু বছরে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু কাজ পাচ্ছেন না টলিউড (tollywood) পরিচালক প্রেমাংশু রায় (premangshu roy)।

দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রেমাংশু। ২৭ বছর ধরে তিনি নাটকের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি কয়েকটি ছবির পরিচালনাও করেছেন। তার মধ‍্যে উল্লেখযোগ‍্য ‘চিলেকোঠা’। ২০১৭ সালে তাঁর পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন ব্রাত‍্য বসু, ঋত্বিক চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ‍্যায়ের মতো অভিনেতারা।

প্রেমাংশু
কিন্তু এখন তিনি কর্মহীন। সোশ‍্যাল মিডিয়ায় কাজ চেয়ে আবেদন করেছেন পরিচালক। তিনি লিখেছেন, ‘আমি বাংলা সিরিয়াল লিখতে ও অভিনয় করতে ভীষণভাবে ইচ্ছুক। সাতাশ বছরের নাট্য অভিজ্ঞতা ও চারটে ফিল্ম পরিচালনারও অভিজ্ঞতা রয়েছে। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর্থিকভাবে ভীষণ উপকৃত হই।’

তিনি আরো জানিয়েছেন, এই মুহূর্তে সিরিয়াল জগতে যারা আছেন তাদের প্রায় কাউকেই তিনি চেনেন না। তাই বাধ‍্য হয়ে সোশ‍্যাল মিডিয়া মারফতই কাজের আবেদন করেছেন তিনি। প্রেমাংশুর বক্তব‍্য, প্রযোজকের অভাবে ছবি করতে পারছেন না তিনি। এদিকে শুধু নাটকের জোরে সংসারও চলছে না। যদি কেউ যোগাযোগ করিয়ে সাহায‍্য করতে পারেন তবে তিনি খুশি হবেন।

সংবাদ মাধ‍্যমকে পরিচালক জানিয়েছেন, এই পোস্ট দেওয়ার পর অনেকেই নাকি তাঁকে সাহায‍্যের আশ্বাস দিয়ে ফোন করেছেন। বেশ কয়েকটি কাজ পেয়েছেন তিনি। পরিচালকের বক্তব‍্য, করোনার জেরেই কাজের অবস্থা এত বেহাল।

উল্লেখ‍্য, এর আগে একটি ওয়ার্কশপে এক অভিনেত্রী প্রেমাংশুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সে ঘটনা অবশ‍্য কয়েক বছর আগেকার। তবে সেসব ঘটনাই এখন ধামাচাপা পড়ে গিয়েছে। আগামী দিনের কাজ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন পরিচালক।

Niranjana Nag

সম্পর্কিত খবর