পথচলা শুরু নতুন নন্দনের, টিকিট মূল‍্য ৫০ টাকারও কম!

বাংলাহান্ট ডেস্ক: তালিকায় বাড়ল আরো একটি সিনেমা হল (Cinema Hall)। উদ্বোধন হল নতুন নন্দনের (Nandan)। এম আর বাঙুর হাসপাতালের পেছনেই বহু পুরনো রাধা স্টুডিও, এখন চলচ্চিত্র শতবর্ষ ভবনেই এখন নিয়মিত দেখা যাবে সিনেমা। মাত্র ৩০ টাকা খরচ করলেই তিনটি শো তে  মিলবে ছবি দেখার সুযোগ।

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ঘোষনা করেছিলেন, নতুন সরকারি ছবিঘরের উদ্বোধন হতে চলেছে দর্শকদের জন‍্য। শুক্রবার বেশ কয়েকজন মন্ত্রী এবং টলিউড ইন্ডাস্ট্রির মানুষজনদের উপস্থিতিতে পথচলা শুরু করল এই নতুন নন্দন।

83276108
উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সাংসদ দেব, চিত্র পরিচালক গৌতম ঘোষ, বিধায়ক সোহম চক্রবর্তীরা। টলিপাড়ার বহু পুরনো এবং স্মৃতি বিজড়িত রাধা স্টুডিও। সেটি এখন চলচ্চিত্র শতবর্ষ ভবন নামে পরিচিত। এটি মূলত সিনেমার সংগ্রহ শালা। এই ভবনেই চলচ্চিত্র পড়ুয়াদের জন‍্য একটি দেড়শো আসনের অডিটোরিয়াম তৈরি করা হয়েছিল।

সেটিকেই বদলে করা হয়েছে সিনেমা হল। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই হল এতদিন খালিই পড়ে থাকত। এবার পুরো দস্তুর সিনেমা হল বানিয়ে দেওয়া হয়েছে এটিকে। দুপুর ১ টা, বিকেল ৪ টে এবং সন্ধ‍্যা ৭ টায় থাকছে শো। অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা ছাড়াও সিনেমা শুরু হওয়ার আধঘন্টা আগে থেকে রাধা স্টুডিওর টিকিট কাউন্টার থেকেই কাটা যাবে ৩০ টাকার টিকিট।

শুক্রবার নতুন নন্দনে প্রথম শো তে ছিল দেব ও রুক্মিনী মৈত্র অভিনীত ‘কিশমিশ’। বিকেল ৪ টেয় দেখানো হবে সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘কলকাতার হ‍্যারি’। আর সন্ধ‍্যার শোয়ে থাকছে ‘একেন বাবু’।

Niranjana Nag

সম্পর্কিত খবর