গরম কালেই মফস্বলের পাড়ায় আসছে ‘গু কাকু’, কোমর বাঁধছেন ঋত্বিক-তনুশ্রীরা

বাংলাহান্ট ডেস্ক: বাঙালি জীবনে কাকু, জেঠু, দাদাদের ভূমিকা অপরিসীম। নির্দ্বিধায় যাকে তাকে ‘কাকু’ বানিয়ে দেওয়ার ক্ষমতা বাঙালি মাত্রেই আছে। একথা স্বীকারে লজ্জা নেই। কিন্তু তাই বলে ‘গু কাকু’ (gu kaku the potty uncle)! ইংরেজিতে বললে ‘পটি আঙ্কল’! নাক কুঁচকানোর আগেই জানিয়ে দিই, এই নামেই আসছে আস্ত একটা ছবি।

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। ছবির নাম ‘গু কাকু- দ‍্য পটি আঙ্কল’। পরিচালনায় থাকছেন মণীশ বসু। আসলে এই গু কাকু বা পটি আঙ্কল যাই বলুন, তিনি আসলে একটি কাল্পনিক চরিত্র। মূলত সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে স‍্যাটায়ার ধর্মী হতে চলেছে এই ছবি।

1642703021 gu 1
জানা যাচ্ছে, ছবির পটভূমিকা নব্বইয়ের দশক। একটি মফস্বল অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। পরিচালক জানান, সমাজের চোখে ব্রাত‍্য একজন মানুষই পরবর্তীকালে সকলের জীবনকে প্রভাবিত করবে। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং। অভিনয়ে থাকছেন ঋত্বিক চক্রবর্তী (ritwik chakraborty), পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, মোশারফ করিমের মতো অভিনেতা অভিনেত্রীরা।

ছবির প্রযোজনার দায়িত্বে থাকছে মোজো প্রোডাকশন। উল্লেখ‍্য, জনপ্রিয় ছবি ‘ভূতের ভবিষ‍্যৎ’ এর প্রযোজনাতেও ছিল মোজো প্রোডাকশনই। চলতি বছরেই দশ বছর পূর্ণ হচ্ছে ভূতের ভবিষ‍্যতের।  ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন রাজা নারায়ণ দেব। চলতি বছরের গ্রীষ্মেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Mr Ritwick Chakrabarty at the trailer launch of Borunbabu Bondhu 3 rotated
প্রসঙ্গত, আগামীতে প্রজাতন্ত্র দিবসে OTT প্ল‍্যাটফর্মে ঋত্বিক চক্রবর্তীর একটি ওয়েব সিরিজও মুক্তির অপেক্ষায় রয়েছে। সিরিজের নাম ‘মুক্তি’। গল্পের প্রেক্ষাপট পরাধীন ভারতের, ১৯৩১ সালের। ইংরেজ সরকারের বিরুদ্ধে বিপ্লবী যুবকদের সংগ্রামের কাহিনি উঠে আসবে ছবিতে। ট্রেলারদের দেখে মনে হচ্ছে, বিপ্লবীদের জেলবন্দি জীবনের সিংহ ভাগ নিয়ে এই সিরিজের গল্প। মুক্তির স্বাদ পেতে ইংরেজদের ফুটবল খেলায় হারাতে চায় জেলবন্দি বিপ্লবীদের একটি দল। সিরিজে জেলার রামকিঙ্করের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক।

Niranjana Nag

সম্পর্কিত খবর