বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্ট গতকাল কামদুনি কান্ডের রায় দিয়েছে। কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে কামদুনি কান্ড নিয়ে নিম্ন আদালতের রায়। কলকাতা হাইকোর্ট ফাঁসির সাজা প্রাপ্ত আসামিদের সাজা বেশ কিছুটা লাঘব করে আজীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে। ২০১৩ সালের ৭ই জুন নির্মমভাবে গণধর্ষণ করা হয় এক কলেজ ছাত্রীকে।
সেই ধর্ষণের ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ। ছাত্রীকে গণধর্ষণের পর অভিযুক্তদের বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগও। কামদুনি কান্ডে শুক্রবার কলকাতা হাইকোর্টের রায় ঘিরে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে শোরগোল। কলকাতা হাইকোর্টের রায়কে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে সমাজের বিভিন্ন মহল থেকে।
প্রসঙ্গত, কামদুনি কাণ্ডে রাজ্যের একাধিক বুদ্ধিজীবী সেই সময় প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। সেই তালিকায় ছিলেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এই রায় নিয়ে কিছুটা হতাশাই প্রকাশ করেছেন। ফাঁসির আসামি বেকসুর খালাস পাওয়া মেনে নিতে পারছেন না তিনি।
আরোও পড়ুন : খালিস্তানিদের সামনে অকুতোভয়, মাটি থেকে জাতীয় পতাকা তুলে জঙ্গিদের চ্যালেঞ্জ ভারতীয় পড়ুয়ার
এদিকে বাংলার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন কামিদুনি কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সেই সময়। কলকাতা হাইকোর্টের গতকালের রায়ের পর কৌশিক সেনের মন্তব্য, “পরিবারের সাথে সেই সময় আমরা দেখা করেছিলাম। মিটিং মিছিল করেছি। এই আন্দোলনের সাথে যুক্ত অনেকের বিষয়েই জানি।”
আরোও পড়ুন : হলুদ ধাতুর মূল্যে বড়সড় পতন! আজ কত নামল ১০ গ্রাম সোনার দাম? কেনার আগে রেট দেখুন
কৌশিক সেন এরপর বলেন, “একটু হলেও খারাপ লাগছে। তথ্য প্রমাণের উপর নির্ভর করে রায় দান করে আদালত। সেই প্রমাণ কতটা আদালতের সামনে তুলে ধরা হয়েছে সেটাই প্রশ্ন।” অন্যদিকে, এই ঘটনার নিয়মিত খোঁজখবর না রাখতে পারায় কৌশিক সেন নিজেকে লজ্জিত বোধ করছেন বলে জানিয়েছেন।
নাট্যব্যক্তিত্ব চন্দন সেনের বক্তব্য, “এই ঘটনায় অভিযুক্ত একজন এখনো ঘুরে বেড়ান বারাসত এলাকায়।” বাংলার সিনে জগত কামদুনি কাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। যদিও কলকাতা হাইকোর্টের রায় শেষ নয় বলে জানিয়েছেন কামদুনি কাণ্ডের দুই প্রতিবাদী মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।