‘কি করছে টালিগঞ্জ?’ বিতর্কিত ইস্যুতে প্রতিক্রিয়া টলিউডের, পাল্টা প্রতিক্রিয়া কুনালের

বাংলা হান্ট ডেস্ক : ট্রেলার মুক্তির এক বছরেরও বেশি সময় পর শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক সানোজ মিশ্র পরিচালিত সিনেমা ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ । এমনিতেই আরজিকর কান্ড নিয়ে এই মুহূর্তে আশান্ত গোটা বাংলা। এরই মধ্যে এই সিনেমা মুক্তির পর থেকেই তৃণমূল নেতা কুনাল ঘোষের (Kunal Ghosh) কথায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।  ঘটনার সূত্রপাত হয় এই সিনেমাকে কেন্দ্র করে টলিউড অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর করা মন্তব্যকে কেন্দ্র করে।

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নিয়ে টলিউডকে কুনালের (Kunal Ghosh) পাল্টা আক্রমণ

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ মুক্তির পরেই সোহম অভিযোগ করেছিলেন এই সিনেমাটি নাকি বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। রাজ্যের সম্পর্কে একাধিক ভুল তথ্য রটানো হচ্ছে। শুধু তাই নয় সোহম দাবি করেন এই সিনেমার মধ্যে দিয়ে  মানুষের মনে হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মোটকথা সোহমের দাবি ছিল এই সিনেমায় পশ্চিমবঙ্গকে যেভাবে দেখানো হয়েছে তা একেবারে ভুল।

   

সোহমের এই মন্তব্যকে সমর্থন করেই বাংলা তৃণমূলপন্থী তারকাদের কড়া ভাষায় আক্রমণ শানিয়ে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)। সোহমের সুরেই তিনি দাবি করেন পশ্চিমবঙ্গ কে কলঙ্কিত করতে এই ছবি তৈরি করা হয়েছে। তারপর তিনি প্রশ্ন তোলেন, ‘কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?’ শুধু তাই নয় , আফসোসের সুরেই এদিন কুনাল ঘোষ (Kunal Ghosh) লিখেছিলেন ‘টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।’ 

তবে কুনাল ঘোষের (Kunal Ghosh) এই মন্তব্য শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা পরিচালকরা। কেউ তাঁর পক্ষ নিয়ে সহমত পোষণ করেছেন। আবার কেউ বিপক্ষে। তাঁদেরকে আবার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ-ও (Kunal Ghosh)।

 আরও পড়ুন :  মমতা অতীত! এবার এই ’হেভিওয়েটে’র পদত্যাগের দাবি! লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

এদিন তৃণমূল নেতার (Kunal Ghosh) মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘উনি কি চান বোম্বেতে অনেক শিল্পী পরিচালকরা যেভাবে নির্লজ্জ প্রোপাগান্ডা করে,আর  যা দেখে অনেকে হাসাহাসি করে সেই জিনিসটা বাংলাতেও হোক?’ রাজ্যের এমন স্পর্শকতার সময়ে  কুনাল ঘোষের উদ্দেশ্যে পরমব্রতর  প্রশ্ন, ‘এমন সময় একজন দলের মুখপাত্র হিসেবে কি বলছেন এটা? একটু ভেবে বললে ভালো হয় না?’

oham

অন্যদিকে বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক হরনাথ  চক্রবর্তী বলেছেন যে হিন্দি ছবি নিয়ে আলোচনা হয়েছে তা তিনি দেখেননি। তবে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘মমতাদি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় তাঁকে  নিয়ে ‘প্রতিবাদ’ ছবি করেছি। নন্দীগ্রাম নিয়েও ‘তুলকালাম’ করেছি। আমি আজও করতে পারি। কোন প্রযোজককে সাপোর্ট করতে হবে।’

অন্যদিকে বিজেপি সমর্থক অভিনেতা রুদ্রনীল ঘোষ সরাসরি অভিযোগ জানিয়ে বলেছেন, ‘দলের কথা তাঁর মুখ দিয়ে বের হচ্ছে। এবার কুনাল ঘোষ-এর কথায় বেরিয়ে পড়ল এই জন বিক্ষোভ যে জায়গায় পৌঁছেছে তাতে তৃণমূল সরকারের পজিশন টলমল, গদি টলমল। এবং যে যে শিল্পীদের তাঁদের রাজ্য সরকার বিভিন্ন পদ, সুযোগ, সম্মান দিয়েছিল তাঁরাও তৃণমূলের পক্ষে নেই। ‘

আরও পড়ুন :  ‘বিবেক শুধু জাগে বাংলায়…’ RG Kar নিয়ে গান বাঁধতেই বিপত্তি! কুণালের নিশানায় অরিজিৎ

প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা কুনাল ঘোষের এই মন্তব্য কে ‘অবাস্তব’ বলে দাবি করেছেন অভিনেতা ঋদ্ধি সেন। সেই সাথে আরজিকরের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ‘ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনা ঘটে গিয়েছে এবং সেটার আজকে কুড়ি দিন হয়ে গিয়েছে। সেখানে আজকে এখনও  সুবিচার তো হয়নি।’এদিন  মুখ খুলেছেন ঋদ্ধির বাবা তথা অভিনেতা কৌশিক সেনও।  তিনি বলেছেন, কুনাল ঘোষ সঠিক কথা বলছেন বলে তিনি মনে করছেন না।  অভিনেতার কথায়, ‘আমার কলিগদের সম্পর্কে কথা উঠেছে। তাঁদের কাজের মধ্যে দিয়ে বাংলার মুখ উজ্জ্বল করছে। সেটা কুণালবাবুর বোঝা উচিত বা জানা উচিত। এই আর জি করের ঘটনায় গোটা দেশের মানুষ রিয়্যাক্ট করেছে। তাঁরাও মানুষ, তাঁরাও রিয়্যাক্ট করেছেন।’

kunal

এরপর  বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত তারকাদের প্রতিক্রিয়া শুনে কুনাল ঘোষ পাল্টা দিয়ে বলেছেন, ‘আমি আগেও আসল ইস্যু থেকে সরিনি। কৌশিক সেনদের বলে দেবেন। যেদিনকে আর জি করের প্রথম ঘটনাটা জানা যায় বা জানা যায় সেই সময় সকলের থেকে বেশি এগিয়ে আমি নিজে টুইট করেছিলাম যে দোষীদের শাস্তি চাই এবং যদি কেউ আড়াল করে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। এই কুণাল ঘোষ করেছিল কাজটা এবং গোটা বিষয়টা থেকে আমি এক ইঞ্চিও সরিনি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর