ফ্ল্যাটের টাকায় হয়ে যাবে বিশ্বভ্রমণ! শুভশ্রী-রচনার আরবানার ফ্ল্যাটের দাম শুনলে মাথা বনবন ঘুরবে

বাংলা হান্ট ডেস্কঃ বিনোদন দুনিয়ার তারকাদের নিয়ে মানুষের কৌতুহল ব্যাপক। তাঁরা কী খাচ্ছেন, কী পরছেন, তাঁদের ব্যক্তিগত জীবনে কী চলছে, সব কিছু নিয়ে চর্চা চলতেই থাকে অনুরাগীদের মধ্যে। টলিউড থেকে বলিউড সর্বত্র দেখা যায় এক চিত্র। টলিপাড়ার সেলেবদের অন্দরমহলের খুঁটিনাটি জানতে যেমন অনেকেই উঁকি দেন আরবানা কমপ্লেক্সে (Urbana Flat Price)। দেব, শুভশ্রী থেকে শ্রাবন্তী, রচনা, এক ছাদের তলাতেই বাস করেন বাংলা সিনেদুনিয়ার একাধিক তাবড় তাবড় তারকা।

আরবানার ফ্ল্যাটের দাম (Urbana Flat Price) কত জানেন?

মুম্বইয়ের বুকে যেমন জলসা, মন্নত, গ্যালাক্সি রয়েছে। তেমনই কলকাতার (Kolkata) বুকে গড়ে উঠেছে আরবানা। বাইপাসের ধারের এই বিলাসবহুল হাই রাইজে বাস করেন টলিপাড়ার (Tollywood) একাধিক জনপ্রিয় সেলেব। বাংলা সিনেদুনিয়ার তারকাদের ‘হাঁড়ির খবর’ জানতে তা ঢুঁ মারতে হয় এখানে। স্বাভাবিকভাবেই আমজনতার মধ্যে আরবানা নিয়ে কৌতুহলও প্রচুর।

   

এমন বহু অনুরাগী রয়েছেন যারা নিজের পছন্দের তারকাদের একবার দেখার জন্য আরবানার (Urbana Complex) ভেতরে ঢুকতে চান। কারোর আবার স্বপ্ন এই বিলাসবহুল বহুতলে একটা ফ্ল্যাট কেনার। তবে তার জন্য এখানকার ফ্ল্যাটের মূল্য কত সেই বিষয়ে একটা ধারণা থাকা কিন্তু জরুরি। চলুন তাহলে আরবানার একটা ফ্ল্যাটের দাম (Urbana Flat Price) কত সেটা জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ সাত পাকে বাঁধা পড়ছেন শোভন-সোহিনী! ১৪ জুলাই নয়, এই দিন গাঁটছড়া বাঁধবেন তারকাজুটি

টলিউড তারকাদের পাশাপাশি রাজ্যের বহু শিল্পপতির ঠিকানাও আরবানা (Urbana)। এছাড়া এখানে প্রচুর প্রবাসী ভারতীয়রাও থাকেন বলেন শোনা যায়। সব মিলিয়ে, হাই প্রোফাইল মানুষদের বাস এখানে। তাই এখানকার ফ্ল্যাটের দামটাও চোখধাঁধানো।

Urbana flat price

মিডিয়া রিপোর্ট অনুসারে, আরবানায় একটা 2BHK ফ্ল্যাটের মূল্য প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকা। 3BHK অথবা ডুপ্লেক্সের মূল্য মধ্যবিত্তের নাগালের বাইরে বলে খবর। তবে টলিউড সেলেবদের কাছে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনা কোনও ব্যাপার নয়। সেই কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকার বাসস্থান এটি। দেব (Dev), রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) থেকে শুরু করে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) হয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)- বাংলা সিনেদুনিয়ার একাধিক নামিদামি সেলেবের ঠিকানা এই আরবানা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর