নবরাত্রিতে একরত্তি ছেলেকে নিয়ে এ কি করলেন জিৎ? তাজ্জব বনে গেলেন সবাই

বাংলা হান্ট ডেস্ক : টলিউড সুপারস্টার জিৎ (Jeet)। বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও তিনি বারবার মন জয় করে নিয়েছেন দর্শকদের।  প্রত্যেক বছর নবরাত্রি উপলক্ষে ধুমধাম পুজো হয়ে থাকে জিতের বাড়িতে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রত্যেক বছরের মত এ বছরও নবরাত্রিতে পথ শিশুদের পাত পেড়ে খাওয়ান জিৎ (Jeet)। 

  জিৎ (Jeet) পুত্র রোনভকে দেখেই তাজ্জব সবাই

তবে সম্প্রতি জিৎ (Jeet) এমন একটা কাজ করেছেন যা শোনার পর থেকে কার্যত  তাজ্জব বনে গিয়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন টলিউড অভিনেতা প্রযোজক জিৎ। এই বছরেও পথশিশুদের খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন অভিনেতা। সেই ভিডিওতেই দেখা গেল পথ শিশুদের  সাথে মিশে গিয়েছেন জিৎ-পুত্র রোনভ।

পথশিশুরাই কোলে নিয়েছে জিতের ছেলে রোনভকে। রোনভ-ও তাদের সাথে খেলা করছে  আপন মনে।  জিতের ছেলেকে নিজেদের মধ্যে পেয়ে বেজায় খুশি পথশিশুরাও। এদিন সোশ্যাল মিডিয়ায় জিৎ ভিডিও শেয়ার করা মাত্রই তার প্রশংসার পঞ্চমুখ সকলেই।

আরও পড়ুন : কলকাতার মেয়ে আদৃজা এখন হিন্দি সিরিয়ালের নায়িকা! পুজো কেমন কাটল অভিনেত্রীর?

এই জন্যই বাকি সবার থেকে একেবারে আলাদা জিৎ। সাধারণত অধিকাংশ তারকাদের মধ্যেই থাকে তারকাসুলভ হাবভাব। কিন্তু জিৎ নিজের স্টারডমকে  দূরে সরিয়ে রাখেন সবসময়। আর এদিন তিনি  তাঁর একরত্তি ছেলেকে দিয়ে যা  করে দেখিয়েছেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

টলিউডের সুপারস্টার হয়েও জিতের এই সাধারণ মানুষের মত হাবভাব দেখে প্রশংসায় কেউ লিখেছেন,’কেউ লিখেছেন, ‘এই জন্য়ই তো জিৎ দা সেরা’। অপর এক অনুরাগী লিখেছেন, ‘তোমার ভক্ত হতে পেরে আমরা গর্বিত’। কারও মন্তব্য, ‘দাদাকে ভালবাসার কারণ অনেক’।,

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর