রাজ শুভশ্রীর পর জিৎ! ফের বাবা হচ্ছেন অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বাংলা হান্ট ডেস্ক : টলিপাড়ায় এখন দ্বিতীয় সন্তান আনার ধুম পড়েছে। মাস কয়েক আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। এছাড়াও দিন কয়েক আগেই গায়ক অনীক ধর দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। আর এবার দ্বিতীয় প্রেগন্যান্সির খবর দিলেন টলি অভিনেতা জিৎ‌ (Jeet)। খবর চাউর হতেই হইচই সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে লখনউয়ের এক স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাদের একটি মেয়েও রয়েছে। একরত্তি পরীর নাম নবন্যা। রীতিমত সুখী গৃহকোণ তার। তারমাঝেই এইদিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী কন্যাকে নিয়ে চারটি ছবি শেয়ার করেন সুপারস্টার। তিন জনের পরনেই রয়েছে সি গ্রিন রঙের পোশাক। বাবা মেয়ের মধ্যমণি হয়ে রয়েছেন মোহনা। অন্যদিকে বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ আর নবন্যা।

এই ছবিটি শেয়ার করে জিৎ লিখেছেন, ‘খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান, এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন।’ অভিনেতার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার সমস্ত তারকারা। নুসরত লিখেছেন, ‘শুভেচ্ছা! গোটা পরিবারকে’। অঙ্কুশ লিখেছেন, ‘শুভেচ্ছা জিৎ দা’। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নেটিজনরাও।

আরও পড়ুন : তড়কা লাগাতে ফিরছেন জুন আন্টি উসষী! নতুন সিরিয়াল নিয়ে বড় খবর দিলেন অভিনেত্রী

 

এক ইউজার লিখেছেন, ‘এবার যেন একটা ছেলে হয়। তাহলেই পুরো হাম দো অর হামারে দো।’ অপরজন লিখেছেন, ‘আজকের সেরা খবর। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাদের পরিবারকে সুখ, শান্তি, ভালোবাসা আর আদরে ভরিয়ে রাখে।’ অপর এক ইউজারের মন্তব্য, ‘এভাবেই হাসতে থাকো সবাই মিলে।’ উল্লেখ্য, খুব শীঘ্রই জিৎ-কে দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর