এত সেলিব্রিটি গেরুয়া শিবিরে যোগদান করাতে তারা আপ্লুত, বললেন দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে গেরুয়া শিবিরে যোগদান করার যেন ধুম পড়ে গিয়েছে। লোকসভার ফলাফলের পর এখনো অব্যাহত এই যোগদান। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন এক ঝাঁক সেলিব্রিটি।

এই টলিপাড়ার একাধিক অভিনেতা ও অভিনেত্রীর বিজেপিতে যোগদান করার বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ” বাংলায় বিজেপি করা চ্যালেঞ্জিং।

এখানে বিজেপি করলে তাদেরকে মারধর করা হয়।গণতন্ত্রকে হত্যা করেছে তৃণমূল। তবে টালিগঞ্জের এত সেলিব্রিটি ভারতীয় জনতা পার্টিতে আশায় আমরা আপ্লুত।

Screenshot 2019 0719 133522“গেরুয়া শিবিরে নবাগত সেলিব্রিটিদের প্রসঙ্গে এমনটাই বললেন দিলীপ ঘোষ।

Udayan Biswas

সম্পর্কিত খবর