প্রাক্তন অজি তারকা তথা বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি বেছে নিলেন তার পছন্দের সেরা টি-টোয়েন্টি একাদশ। পুরনো রেকর্ড কিংবা গত দশ বছরের পারফরমেন্সের ভিত্তিতে নয় বরং বর্তমান পারফরমেন্সের ভিত্তিতেই তিনি বেছে নিলেন তার পছন্দের সেরা টি-টোয়েন্টি একাদশ। সেই কারণেই টম মুডির সেরা টিটোয়েন্টি একাদশ থেকে বাদ পড়তে হয়েছে ক্রিস গেইল, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসানের মতো সফল টিটোয়েন্টি ক্রিকেটারদের।
এক নজরে দেখে নেওয়া যাক টম মুডির সেরা টিটোয়েন্টি একাদশ:
ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, রাশিদ খান, জোফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা (দ্বাদশ ব্যক্তি)।
দলের অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ চমক রেখেছেন টম মুডি। টম মুডি তার পছন্দের সেরা টি-টোয়েন্টি একাদশে অধিনায়কত্বের দায়িত্বে রেখেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। আইপিএলে রোহিত শর্মার নেতৃত্বেই চারবার ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই কারণেই টম মুডি তার পছন্দের সেরা অধিনায়ক হিসাবে রেখেছেন রোহিত শর্মাকে।