অপেক্ষার অবসান! অবশেষে ‘রাণী’র খোলস ছেড়ে নতুন মেগায় অভীকা

বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসার পর্দায় সম্প্রচারিত দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল ছিল ‘তোমাদের রাণী’। এই ধারাবাহিকে প্রধান নায়িকা রাণীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অভীকা মালাকার (Abhika Malakar)। এই সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে প্রথম হাতে খড়ি হয় তাঁর। প্রথম সিরিয়ালেই  অভীকার (Abhika Malakar) নিখুঁত অভিনয় মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের।

নতুন মেগায় ফিরছেন অভীকা মালাকার (Abhika Malakar)

এই কম্পিটিশনের যুগে মাত্র একটা সিরিয়াল করেই  বিরাট সাফল্য এসেছে অভিনেত্রীর (Abhika Malakar) ঝুলিতে। তবে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নতুন সিরিয়ালকে জায়গা দিতে ইতিমধ্যেই সম্প্রচার শেষ হয়েছে এই মেগার। যদিও সোশ্যাল মিডিয়া খুললেই এখনও চোখে পড়ে এই অভিনেত্রীর একাধিক ফ্যান পেজ। এই ধারাবাহিকে অভীকার বিপরীতে প্রধান নায়ক দুর্জয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা অর্কপ্রভ রায়।

পর্দায় তাঁর সাথে অভীকার রসায়ন ছিল ব্যাপক হিট। সিরিয়ালের এই দুর্জয়-রাণী জুটির রসায়ন দেখলেই চোখের পলক পড়তো না দর্শকদের। পর্দায় দুর্জয় রাণীর জুটি এতটাই হিট হয়েছিল যে একসময় দর্শকরা ভাবতে শুরু করেছিলেন তাঁদের পর্দার প্রেম বুঝি গড়িয়েছে বাস্তবে। কিন্তু দর্শকদের এই অনুমান যে সম্পূর্ণ ভুল কিছুদিন আগে তা খানিক বিরক্তির সাথেই জানিয়েছিলেন দুর্জয় অভিনেতা অর্কপ্রভ নিজেই।

আরও পড়ুন : সরাসরি বৌমা হওয়ার প্রস্তাব! মাঝ রাস্তায় বয়স্ক দম্পতির আবদারে ‘থ’ পর্ণা অভিনেত্রী পল্লবী শর্মা

সম্প্রতি অর্কপ্রভ কামব্যাক করেছেন স্টার জলসার নতুন সিরিয়াল ‘দুই শালিক’-এ। প্রসঙ্গত কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে আরও এক নতুন মেগা সিরিয়াল ‘রাঙামতো তীরন্দাজ’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভীকার। এমনকি লুকটেস্ট-ও  সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে  অভিনেত্রী নিজেই সরে এসেছিলেন এই চরিত্র থেকে।

Abhika Malakar

তবে এবার শোনা যাচ্ছে স্টার জলসা পর্দায় আসছে আরো এক যমজ বোনের ধারাবাহিক। টেলিপাড়া সূত্রে খবর এই সিরিয়ালের হাত ধরেই আরও একবার স্টার জলসার পর্দায়  কাম ব্যাক করবেন অভীকা।  যদিও এই খবর কতটা সত্যি তা এখনই বলা মুশকিল।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর