নতুন সিরিয়ালে তিতিক্ষার নায়ক হচ্ছেন অর্কপ্রভ! কবে আসছে প্রোমো?

বাংলা হান্ট ডেস্ক : নতুন সিরিয়ালে ফিরছেন দর্শকদের প্রিয় মেঘ অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das)। বাংলা সিরিয়ালের দর্শকদের এখন পোয়া বারো। একটা সিরিয়াল শেষ হতে না হতেই আসছে আরো একঝাঁক নতুন সিরিয়াল। স্টার জলসা হোক কিংবা জি বাংলা প্রায় প্রত্যেকটি চ্যানেলেই এখন এই একই ছবি। এই সমস্ত নতুন সিরিয়ালের হাত ধরেই দর্শকরা ফিরে পাচ্ছেন একাধিক পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের। তাই অল্পদিনে সিরিয়াল মেগা সিরিয়াল শেষ হওয়ার দুঃখটা এখন বড়ই ক্ষণস্থায়ী।

নতুন সিরিয়ালে তিতিক্ষার (Titiksha Das) নায়ক কে?

কারণ তারপরেই প্রিয় অভিনেতা অভিনেত্রীরা কোনো না কোনো নতুন সিরিয়ালের হাত ধরে। এব্যাপারে দর্শকরাও এখন প্রায় নিশ্চিত। তাই এখন সিরিয়াল শেষ হলেও দর্শকরা খুব একটা দুঃখ পান না।  কিছুদিন আগেই খবর মিলেছিল দর্শকদের প্রিয় মেঘ অর্থাৎ ‘ইচ্ছে পুতুল’-এর (Icche Putul) জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das) আবার ফিরছেন ছোট পর্দায়। তবে এবার জি বাংলা নয় তিতিক্ষার সিরিয়াল আসছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়।

দুই বোনের গল্প 

পরিচালক প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ‘ক্রেজি আইডিয়া মিডিয়া’ ব্যানারে আসছে এই নতুন মেগা সিরিয়াল। দুই বোনের গল্প নিয়ে তৈরী এই মেগায় তিতিক্ষার (Titiksha Das)  বিপরীতে তাঁর আরেক বোনের চরিত্রে দেখা যাবে নন্দিনী দত্তকে। এই অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল কালার্স বাংলার ‘রামাকৃষ্ণ’ ধারাবাহিকে। এই সিরিয়ালে নন্দিনী কৃষ্ণার চরিত্রে অভিনয় করেছিলেন। সূত্রের খবর দুই বোনের কাহিনী নিয়ে তৈরী নন্দিনী-তিতিক্ষার এই মেগা সিরিয়ালের প্রোমো  শুটিং পর্ব শুরু হবে এই মাসের শেষের দিকেই।

আরও পড়ুন : এত কম? পুজোর আগেই ‘সোনায় সোহাগা’ হওয়ার সুবর্ণ সুযোগ! কলকাতায় কত?

তিতিক্ষার বিপরীতে অর্কপ্রভ 

এরই মাঝে এই  সিরিয়াল নিয়ে এসে গেল এক বড়সড় আপডেট। শোনা যাচ্ছে এই আসন্ন মেগায় তিতিক্ষার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করবেন ‘তোমাদের রাণী’ খ্যাত দুর্জয় অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy)। স্টার জলসার এই জনপ্রিয় মেগা শেষ হওয়ার পর থেকেই দুর্জয় অভিনেতা অর্কপ্রভকে নতুন রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শক।

Titiksha Das

অভীকার নতুন সিরিয়াল 

এবার অবশেষে মিলল সুখবর। অন্যদিকে কিছুদিন আগেই জানা গিয়েছিল, তোমাদের রাণী  সিরিয়ালের প্রধান নায়িকা রাণী অভিনেত্রী অভীকা মালাকারও ফিরছেন নতুন মেগা সিরিয়ালে। আর তার বিপরীতে নায়ক হচ্ছেন রামকৃষ্ণ সিরিয়ালের নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায়।  এখন দেখার টেলিপাড়ার এই জল্পনা আগামী দিনে কতখানি সত্যি হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর