বাংলা টেলিভিশনে প্রথম বার, সম্প্রচারের আগেই ইতিহাস গড়ল ‘তোমাকে ভালোবেসে’!

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার আসন্ন সিরিয়াল (Serial) ‘তোমাকে ভালোবেসে’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আর হবে নাই বা কেন, এই সিরিয়ালের (Serial) হাত ধরেই তো ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল। যদিও জি বাংলায় প্রকাশ্যে আসা প্রোমোতে জিতুর দেখা মেলেনি। তবে তিনি যে দিতিপ্রিয়ার সঙ্গেই জুটি বেঁধে ফিরছেন তা স্পষ্ট হয়েছে সাম্প্রতিক সোনার সংসার এর প্রোমোতে।

সিরিয়ালে (Serial) ফিরছেন দিতিপ্রিয়া জিতু

‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের (Serial) মাধ্যমে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন দিতিপ্রিয়া। মাঝে সিনেমা এবং সিরিজে মন দিলেও ছোটপর্দার টানে আবারও ফিরছেন তিনি। অন্যদিকে জিতুও এখন বড়পর্দায় বেশ জনপ্রিয় নাম। সিরিয়াল ছেড়েছেন তিনি অনেকদিনই হল। অবশেষে লম্বা বিরতির পর ফের টেলিভিশনে পা রাখতে চলেছেন অভিনেতা।

Tomake bhalobeshe serial set record before even starting

প্রোমো নিয়ে বড় আপডেট: দিতিপ্রিয়া জিতুর কামব্যাকের খবর শোনা ইস্তক তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। শোনা গিয়েছিল, প্রথম প্রোমোতে হিরো অর্থাৎ জিতুকে প্রকাশ্যে আনা না হলেও পরবর্তী প্রোমোতে নায়ক নায়িকা একসঙ্গে ধরা দেবেন। সেই সম্ভাবনা আরো বাড়িয়ে এবার সামনে এল বড় আপডেট।

আরো পড়ুন : এক কামরার ঘরে দিনযাপন, আজ বাংলা সেরা নায়িকা! ‘পারুল’ ঈশানীর জীবনকাহিনি হার মানাবে সিনেমাকেও

কোথায় হচ্ছে শুটিং: এবার আর শহর বা শহরতলি নয়, সুদূর কাশ্মীর থেকে আসছে ‘তোমাকে ভালোবেসে’র প্রোমো। সোশ্যাল মিডিয়ায় বরফে ঢাকা ভূস্বর্গের ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়া এবং জিতু। জানা গিয়েছে, দ্বিতীয় প্রোমোর শুটিং করতেই কাশ্মীর পাড়ি দিয়েছে সিরিয়ালের টিম, যা বাংলা সিরিয়ালের (Serial) ক্ষেত্রে প্রথম। এর আগে সিরিয়ালের (Serial) শুটিংয়ে বাংলার বাইরে গেলেও প্রোমোর শুটিং করতে কাশ্মীর যাওয়া প্রথম হল তোমাকে ভালোবেসে-র ক্ষেত্রেই।

আরো পড়ুন : টাকা নিয়েও আসেননি, দিয়েছেন হুমকিও! জারিনের বিরুদ্ধে মামলায় বিস্ফোরক রায় কলকাতা হাইকোর্টে

প্রসঙ্গত, প্রথম প্রোমো থেকেই টের পাওয়া গিয়েছে, আদ্যোপান্ত প্রেমের গল্প হতে চলেছে এটি। এসভিএফ এর প্রযোজনায় এই আসন্ন মেগা নিয়ে দিনদিন উৎসাহ বাড়ছে দর্শকদের। এবার কাশ্মীর থেকে কেমন প্রোমো আসে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর