বাংলাহান্ট ডেস্ক : ২০২০ সালের ভয়াবহ কোভিডের আতঙ্ক এখনো কাটেনি জনসাধারণের মধ্যে থেকে। আর তারই মধ্যে জনসাধারণের উপর নেমে এলো আরেক নতুন রোগের কালো মেঘের ছায়া। আসতে চলেছে কোভিডের সম্ভাব্য চতুর্থ ঢেউ , তার আগেই কোভিডের দোসর হল টমেটো ফ্লু।
ইতিমধ্যেই কেরালার শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই রোগ। যদি আপনি ভেবে থাকেন যে টমেটোর সাথে এই রোগের কোনরকম যোগসূত্র রয়েছে তাহলে এখনই জানিয়ে রাখি আসলে কিন্তু তা একেবারেই নয়। টমেটোর সাথে এই নতুন রোগের কোনরকম যোগাযোগ নেই। বরং এই রোগের উপসর্গের সাথে জড়িয়ে রয়েছে এই রোগের নামকরণ।
ল্যান্সেট পত্রিকার রিপোর্ট অনুযায়ী , কর্নাটক এবং তামিলনাড়ুতে এই রোগের প্রকোপ পড়তে পারে সব থেকে বেশি। কিছুদিন আগেই মাংকি পক্সের আতঙ্কে কোভিডের আবহেই অস্থির হয়েছিল সাধারণ মানুষ। তবে এবার বড়দের থেকে শিশুদের ওপর এই রোগের সংক্রমণ দেখা গেছে বেশি। এটিও কোভিডের মতোই ভাইরাল সংক্রমণ। ইতিমধ্যেই ৮২ জন শিশু আক্রান্ত হয়েছে এই টমেটো ফ্লুতে।
ল্যানসেট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী গত 6 মে তারিখে প্রথম এই রোগ দেখা গিয়েছিল কেরলের অনূর্ধ্ব 5 বছরের একটি শিশুর মধ্যে। কেরালার কল্যাণের বাসিন্দা এই শিশুর সংক্রমনের পরেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই রোগ। এত তাড়াতাড়ি শিশুদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে দেখে উদ্বিগ্ন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। এই রোগে হাত, পা এবং মুখে দেখা যায় ছোট বড় লাল লাল পক্স। দেখতে অনেকটা টমেটোর মতো বলেই এই রোগের নাম দেওয়া হয়েছে টমেটো ফ্লু ।
টমেটো ফ্লু আসলে কী?
সমীক্ষায় বলা হয়েছে যে টমেটো ফ্লু ভাইরাসটি কোভিড -19 এর মতো লক্ষণ দেখায় তবে ভাইরাসটি SARS-CoV-2 এর সাথে সম্পর্কিত নয়৷ ভাইরাল সংক্রমণের পরিবর্তে, টমেটো ফ্লু শিশুদের মধ্যে চিকুনগুনিয়া বা ডেঙ্গু জ্বরের পরবর্তী প্রভাব ফেলতে পারে। সারা শরীর জুড়ে লাল এবং বেদনাদায়ক ফোস্কাগুলির বিস্ফোরণের ভিত্তিতে স্ফুটিত হয়। যা ধীরে ধীরে টমেটোর আকারে বড় হয়।
উপসর্গগুলো কি?
টমেটো ফ্লুতে আক্রান্ত শিশুদের প্রাথমিক লক্ষণগুলি চিকুনগুনিয়ার মতোই, যার মধ্যে রয়েছে উচ্চ জ্বর, ফুসকুড়ি এবং জয়েন্টে তীব্র ব্যথা। এর কিছু লক্ষণ যেমন শরীরে ব্যথা, জ্বর এবং ক্লান্তি কোভিড-১৯ রোগীদের অভিজ্ঞতার মতো। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জয়েন্ট ফোলা, বমি বমি ভাব, ডায়রিয়া, ডিহাইড্রেশন, জয়েন্টে ব্যথা এবং উচ্চ জ্বর। কিছু ক্ষেত্রে, রোগীরা তাদের ত্বকে ফুসকুড়ির বিকাশের কথাও জানিয়েছেন।
ট্রিটমেন্ট কীভাবে সম্ভব?
টমেটো ফ্লুর চিকিৎসা চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং হাত, পা ও মুখের রোগের চিকিৎসার মতোই। জ্বালা এবং ফুসকুড়ি উপশমের জন্য রোগীদের বিচ্ছিন্ন, বিশ্রাম, প্রচুর তরল এবং গরম জলের স্পঞ্জের পরামর্শ দেওয়া হয়।
গবেষণায় বলা হয়েছে, “জ্বর এবং শরীরের ব্যথার জন্য প্যারাসিটামলের সহায়ক থেরাপি এবং অন্যান্য লক্ষণীয় চিকিৎসার প্রয়োজন হয়”।