বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই এবার ঘোষণা হতে চলেছে বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতির নাম। সূত্রের খবর আগামীকাল ঘোষণা করা হবে রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম। যা নিয়ে এই মুহূর্তে রাজনীতির অলিন্দে তুমুল জল্পনা। পশ্চিমবঙ্গের বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়েই এই মুহূর্তে তুমুল জল্পনা।
রাজ্য বিজেপির (BJP) নতুন সভাপতি কে ?
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, বাংলায় বিজেপির (BJP) রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন একজন মহিলা নেত্রী। এছাড়াও উঠে আসছে একজন সাংসদের নাম। রাজ্য বিজেপির সভাপতি পদের তালিকায় রয়েছেন একজন আরএসএস পন্থী সংসদও। তবে তাঁদের কারও নামই এখনও স্পষ্ট নয়।
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে তৃণমূল সরকারকে হটিয়ে বাংলা দখল করতে মরিয়া বঙ্গ বিজেপি। সারা দেশে একের পর এক জয় নিশ্চিত করে এই মুহূর্তে বিজেপি রয়েছে ‘উইনিং স্ট্রাইকে’। মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ের পর সম্প্রতিই দিল্লি বিধানসভা নির্বাচনেও উঠেছে গেরুয়া ঝড়। কিন্তু বাংলায় এখনও ভীত নড়বড়ে তাঁদের। কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলেন, ‘মজবুত সংগঠনের অভাব’।
আরও পড়ুন: রত্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে মামলা করতে চাইলেন কল্যাণ! ভরা এজলাসে তুলকালাম কাণ্ড
অন্যদিকে এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির (BJP) হবু সভাপতির নাম ঘোষণা নিয়ে ব্যাপক দোটানায় রয়েছে দল। তবে এখনও কারও নাম চূড়ান্ত না হলেও কানাঘুঁষোতে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা মহিলা নেত্রীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপির অন্যতম ‘বিদ্রোহী’ নেত্রী অগ্নিমিত্রা পাল। জল্পনা তৈরী হয়েছে লকেট চ্যাটার্জী থেকে শুরু করে বিজেপির অনুগত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে নিয়েও।
এখানেই শেষ নয়, আলোচনায় উঠে আসছে প্রধানমন্ত্রীর ‘প্রিয়পাত্র’ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নামও। এছাড়াও ব্যাপক জল্পনা-কল্পনা চলছে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো’কে নিয়েও।