বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় সমগ্র ভারী বৃষ্টির পূ্র্বাভাস পশ্চিমবঙ্গে।জানান দিল হাওয়া অফিস, শনিবার সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে ভারী বৃষ্টির শিকার পশ্চিমবঙ্গেবাসী
শনিবার দফায় দফায় বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ঘূর্ণাবর্ত-অক্ষরেখার সৌজন্যে শুক্রবারের মতো শনিবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে বলে জানা যায়।সেই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস।
প্রসঙ্গত জুন মাস থেকে কাগজে কলমে বর্ষা এলেও তার দেখা পায়নি মানুষ। শুক্রবার দুপুর থেকে সামনে এলে বর্ষা। বর্ষা না আসার কারণে দক্ষিণবঙ্গে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে ছিল অপেক্ষা।এদিনের বৃষ্টি তাই কিছুটা স্বস্তি এনে দিলেও ব্যাপক দুর্ভোগে নাজেহাল হতে হয়েছে মানুষকে। শুধু বৃষ্টিপাত নয়, সঙ্গে হয়েছে বজ্রপাত।
এরফলে দুই জনের মৃত্যু হয় কলকাতায়।রাজ্যের হিসেব দেখলে সংখ্যাটা পাঁচ। বজ্রপাতের জন্য কলকাতায় জখম হয়েছেন প্রায় ১৬ জন। বর্ষা এবার কিছুটা ভয়াবহতা সৃষ্টি করেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে।