আগামীকালই বাংলায় প্রথম দফার নির্বাচন, এক নজরে দেখে নিন কোথায় কোথায় হবে ভোট

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ। আগামীকালই অর্থাৎ ২৭ শে মার্চ হতে চলেছে বাংলায় (west bengal) প্রথম দফার নির্বাচন (election)। আর প্রথম দফাতেই থাকছে বাংলার রাজনৈতিক শিবিরগুলোর সব হেভিওয়েট প্রার্থী। আগামীকালের ভোটদানের মাধ্যমেই বাংলার ভাগ্য অনেকখানি নির্ভর করবে।

বাংলায় একুশের নির্বাচন দোর গোড়ায় কড়া নাড়ছে। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। টান টান উত্তেজনার মাঝে নির্বাচনী প্রচার শেষ হয়েছে প্রথম দফার। মোট ২৯৮ টি বিধানসভা কেন্দ্রে এবারের ভোট দান পর্ব চলবে। মোট ৮ দফায় নির্বাচন সম্পন্ন হবে। তার প্রথম দফা অর্থাৎ আগামীকাল ৩০ টি আসনে ভোটদান পর্ব রয়েছে।

jharkhandpolls

বাংলা দখলের লড়াইয়ে মরিয়া হয়ে রয়েছে সব রাজনৈতিক শিবির। এরই মধ্যে প্রথম দফার ৩০ টি বিধানসভা কেন্দ্রে মোট ১০২৮৮ বুথ থাকছে। ইতিমধ্যেই মোট ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছে তিনজনের পর্যবেক্ষক দলও। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্য পুলিশের ১১ হাজার পুলিশও। সব মিলিয়ে বেশ উত্তাজনাপূর্ণ ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়।

প্রথম দফার নির্বাচনের আগে জেনে নিন, আগামীকাল কোথায় কোথায় ভোটপর্ব চলবে।

পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি, রামনগর, এগরা, পটাশপুর, ভগবানপুরে নির্বাচন রয়েছে আগামীকাল।

পশ্চিম মেদিনীপুরের খড়্গুর, গড়বেতা, শালবনি, দাঁতন, কেশিয়ারি (সং)-এ নির্বাচন রয়েছে আগামীকাল।

vdhcdckb

পুরুলিয়ার মানবাজার(সং), কাশিপুর, পাড়া (সং), রঘুনাথপুর, বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুরে নির্বাচন রয়েছে আগামীকাল।

ঝাড়গ্রামের গোপিবল্লভপুর, বিনপুর (সং), নয়াগ্রাম (সং)-এ নির্বাচন রয়েছে আগামীকাল।

বাঁকুড়ার ছাতনা, শালতোড়া রাইপুর(সং), রানিবাঁধ (সং)-এ নির্বাচন রয়েছে আগামীকাল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর