বাংলা হান্ট ডেস্ক: রাজ্য জুড়ে শীতের আমেজ। এই কিছুদিন আগেই উধাও হয়েছিল, তবে এরই মধ্যে ফের একবার শীতের হাওয়ায় লাগল নাচন। গত দুদিন ধরে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। শুক্রবারও একধাক্কায় অনেকটা নামল পারদ। আপাতত আগামী তিন দিন সারা রাজ্যেই একই রকম ঠান্ডা থাকবে। তাই যতটা পারবেন লুফে নিন কারণ তারপর থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Office)।
আজ শুক্রবার দিনের মতই রাতের সর্বনিম্ন তাপমাত্রাও চার ডিগ্রির মতো কমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department) জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা। তবে আগামী সপ্তাহের গোড়া থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। মাঘের সাথে সাথেই বিদায় হবে শীতেরও। তার আগে তাপমাত্রার খামখেয়ালিপনা চলবে।
আবহাওয়ার আপডেট অনুযায়ী সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার (West Bengal Weather Update) পরিবর্তন হবে। কলকাতায় সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। বর্তমানে তাপমাত্রা কমলেও হাড় কাঁপানো শীত ফিরে আসার আর সম্ভাবনা নেই রাজ্যে। ফাল্গুন মাস পড়তেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা মেঘলা থাকতে পারে।
আরও পড়ুন: বাংলায় ফের মমতা নাকি সব উল্টে মোদী ম্যাজিক! লেটেস্ট সমীক্ষার রিপোর্ট দেখলে মাথা ঘুরে যাবে
গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গের তাপমাত্রারও বেশ পতন হয়েছে। রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া।