বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে তোর্সা (torsha) দিদিমণির সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় মিঠাইয়ের (mithai) কাছে। উলটে নিজের জালে নিজেই বারবার জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবারে খেলা ঘুরে গিয়েছে। তোর্সাকে হারাতে গিয়ে নিজেই মুখ থুবড়ে পড়ার অবস্থা মিঠাইয়ের!
আসলে রবিবার সদ্য শুরু হওয়া দাদাগিরি সিজন ৯ এ এসেছিল মিঠাই পরিবার। মনোহরার হাঁড়ি আর সিদ্ধার্থ, তোর্সা, সোম, রাজীব ও নন্দাকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাদাগিরি খেলতে চলে এসেছিল মিঠাই। শোয়ের শুরুতেই মনোহরার হাঁড়ি নিয়ে সৌরভকে মিষ্টি মুখ করায় মিঠাই।
মিঠাই পরিবারকে নিয়ে জমজমাট একটা এপিসোড দেখা গিয়েছে এদিন। হয়েছে দেদারে মজা, গান আর গল্প। ক্যামেরার নেপথ্যের কিছু গল্পও শেয়ার করেছে মোদক পরিবারের সদস্যরা। এদিন শো তে এসে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু বলেন দাদাগিরি হল ‘বচপন কা পেয়ার’। সঙ্গে সঙ্গে সৌরভের হাঁক, “এই ওর মাকে ফোন লাগাও তো!” সৌরভ মিঠাইয়ের খুনসুটিতে হেসে গড়িয়ে পড়ার যোগাড় মোদক পরিবারের।
মিঠাই, তোর্সা ও নন্দার সঙ্গে ‘বচপন কা পেয়ার’ গানে পা মেলাতেও দেখা গিয়েছে সৌরভকে। সৌমিতৃষাকে ‘রিলস কুইন’ বলা হয় শুনে আর তাঁর ভিডিও দেখে অবাক সৌরভ। সৌমিতৃষা, তন্বী ও কৌশাম্বীর অনুরোধে তাঁদের সঙ্গে নাচেন দাদাও। সেই রিল ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেলে।
তবে এদিন অনেক চেষ্টা করেও দাদাগিরির ট্রোফি মোদক পরিবারে আনতে পারল না মিঠাই। সেই ট্রোফি উঠল তোর্সা ওরফে তন্বী লাহা রায়ের হাতে। ৪১ পয়েন্ট পেয়ে শেষমেষ বাজিমাত করে টেস। অপরদিকে শোয়ের একেবারে প্রথম দিকে ভাল নম্বর পেলেও শেষের দিকে আর তাল ধরে রাখতে পারেনি মিঠাই। খেলার শেষে তার স্কোর দাঁড়ায় মাইনাস ৩০।
https://www.instagram.com/p/CUSzp1ch-Ct/?utm_medium=copy_link
সিরিয়ালে টেক্কা দিতে না পারলেও দাদাগিরির মঞ্চে কিন্তু মিঠাইকে হারিয়ে সেরার শিরোপাটা জিতে নিল তোর্সাই। দাদাগিরির ট্রোফি হাতে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন তন্বী। অনস্ক্রিন শত্রুতা ভুলে সেখানে আদুরে কমেন্টও করেছেন সৌমিতৃষা। দুই বন্ধুর অফস্ক্রিন রসায়ন দেখে খুশি নেটিজেনরাও।