স্বল্প পোশাকে বাথটাবে বসে লাস‍্যময়ী ফটোশুট, ‘মিঠাই’এর তোর্সাকে দেখে ঘাম ঝরছে নেটবাসীর

বাংলাহান্ট ডেস্ক: মিষ্টিপ্রেমী বাঙালির ‘মিঠাই’ (mithai) এর প্রতি ভালবাসা অব‍্যাহত। টানা কয়েক সপ্তাহ জুড়ে দর্শকদের বিচারে সেরার স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। উচ্ছে বাবু মিঠাইয়ের টক মিষ্টি প্রেম কাহিনি প্রতি সপ্তাহেই তুঙ্গে তুলছে টিআরপি।

ময়রার বাড়ির মেয়ে, ময়রার বাড়ির বৌ মিষ্টি মিঠাই হল সিরিয়ালের মূল চরিত্র। তবে মিঠাই যতটা মিষ্টি ও প্রাণখোলা মেজাজের, ততটাই গম্ভীর প্রকৃতির তাঁর স্বামী তথা মোদক বাড়ির ছেলে সিদ্ধার্থ ওরফে সিড। হাসিখুশি ছটফটে স্বভাবের মিঠাইকে পরিবারের প্রায় সবাই খুব পছন্দ করে।

IMG 20210429 205547
কিন্তু তোর্সার এক্কেবারে চক্ষুশূল মিঠাই। সিডের ছোটবেলার প্রিয় বান্ধবী হল তোর্সা। সে নিজে সিডের প্রেমে পড়লেও সিড এখনো তাকে নিজের বন্ধু হিসাবেই দেখে। আর এর জন‍্য তোর্সার সমস্ত রাগটা মিঠাইয়ের উপর গিয়েই পড়ে।

তোর্সার চরিত্রে অভিনয় করছেন তন্বী লাহা রায় (tonni laha roy)। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন তিনি। তাই গৃহবন্দি হয়েই ছিলেন এতদিন। আর বাড়ি বসে অবসর সময়ে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একের পর এক হট ছবি।

https://www.instagram.com/p/CN2kBiGBD-A/?igshid=1u4ibutt8l67p

বাথটাবে বসে বেশ কয়েকটি ফটোশুট করেছেন তন্বী। শর্ট কালো ড্রেসের সঙ্গে মানানসই স্মোকি মেকআপ, এক্কেবারে অন‍্যরকম লুকে ধরা দিয়েছেন তন্বী। ছবিগুলি দেখে ঘাম ছুটেছে নেটজনতার। দুই থেকে তিন হাজার লাইক পড়ে গিয়েছে এক একটি ছবিতে।

https://www.instagram.com/p/COF21JMhJxc/?igshid=1xc8umf4gmk6e

https://www.instagram.com/p/COHNTIzBgvB/?igshid=1nqcnhj4bv0hn

পয়লা বৈশাখের পরপরই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তন্বী। প্রথমে তাঁর একটু মাথা ব‍্যথা হয়েছিল। তারপর থেকে সর্দি ও জ্বর জ্বর ভাব দেখা দিয়েছিল। এরপরেই তাঁর মনে সন্দেহ দেখা দেয়। পরদিনই করোনা পরীক্ষা করান তন্বী। সেই রিপোর্ট পজিটিভ আসে।নিজেকে সঙ্গে সঙ্গে আইসোলেট করে ফেলেন তন্বী। একটা আলাদা ঘরে বন্দি ছিলেন তিনি।

https://www.instagram.com/p/COPyjc3hJ1S/?igshid=ax9h5o4xzpy8

অভিনেত্রীর মা ঘরের বাইরে খাবার রেখে যেতেন। সেই খাবার ও চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছিলেন তন্বী। পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন‍্য কিছু ঘরোয়া টোটকাও ব‍্যবহার করছেন তিনি। যেমন বেশি করে ফলের রস, টাটকা সবজি খেয়েছেন তন্বী।  তার ভাল ফলও পেয়েছেন। অতি সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর।

Niranjana Nag

সম্পর্কিত খবর