জীবনাবসান হল নোবেলজয়ী লেখিকা টনি মরিসনের

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত হলেন নোবেলজয়ী লেখিকা টনি মরিসন। বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। টনি মরিসনের কিছু উল্লেখযোগ্য উপন্যাস হল ‘বিলাভেড’ (Beloved), সং অব সোলোমন (Song of Solomon), দ্যা ব্লুয়েস্ট আই (The Bluest Eye)

5d49933c0f3f3.image

টনি মরিসন কে ১৯৮৮ সালে ‘বিলাভেড’ (Beloved)
গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। ১৯৩৩ সালে তাকে দেওয়া হয় নোবেল পুরস্কার। এছাড়াও তাকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ‘ ও ‘ ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেলও দেওয়া হয়। নোবেলজয়ী টনি মরিসনের মৃত্যু সাহিত্যের নক্ষত্রপতন।সাহিত্যে টনি মরিসনের কৃতিত্ব তার স্মৃতিচিহ্ন রেখে যাবে সারাজীবন।

ad

সম্পর্কিত খবর