হাড়ের সমস্যা থেকে মুক্তি পেতে এড়িয়ে চলুন টুথপেস্ট

এখনকার দিনে একটা গম্ভীর সমস্যা হলো হাড়ের সমস্যা। আজকাল হাড়ের সমস্যা কম বয়েস হোক বা বেশি বয়েস এই সমস্যা ঘরে ঘরে। অনেকের অল্প বয়স থেকেই হতে থাকে এই হাড় ক্ষয়ের সমস্যা। আবারএই হাড় ক্ষয়ে ভবিষ্যতে বাতের ব্যথায় পরিণত হয়ে থাকে। সময় যত যাবে ,এই ব্যথা বাড়বে. কিন্তু এর চিকিৎসা করা খুব একটা সম্ভব বলে মনে হয়না।

বয়স জনিত কারণেই প্রধানত হাড় ক্ষয়ের সমস্যা দেখা যায়। এছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে হতে পারে এই সমস্যা। কিন্তু টুথপেস্টও আছে এই সমস্যার মুলে !গবেষকেরা একটি নথিতে জানিয়েছেন এই কথা. ক টুথপেস্টে থাকা এক ধরনের রাসায়নিক পদার্থ থেকে যা ঘটাতে পারে হাড়ের ক্ষয়।AV 100 বেশ কয়েক জন মহিলাদের ব্যবহৃত সাবান, হ্যান্ড স্যানিটাইজার, টুথপেস্ট এবং মাউথওয়াশের মধ্যে ট্রাইক্লোসান এসব পাওয়া গিয়েছে। আর এই জিনিস গুলো যে হাড়ের জন্য কতটা ক্ষতিকর তার নমুনা আমাদের রোজকার সমস্যা।

পেস্ট দিয়ে আমরা দাঁত মাজি একথা ঠিক কিন্তু তা আমাদের দাঁতের মারাত্মক ক্ষতি করে। এমনকি এরকম আছে পোড়া জায়গায় পেস্ট লাগালে ক্ষত সেরে যায়।  এতে চামড়ার অনেক ক্ষতি হয়।তাই টুথপেস্টে ব্যবহার করা জিনিস এড়িয়ে চলার জন্য আমাদের উচিৎ টুথ পেস্ট বর্জন করা.

সম্পর্কিত খবর