ক্রিকেট ইতিহাসের ৩ টি অদ্ভুত আকারের ট্রফি, ছবি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হতে বাধ্য

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কোনও ক্রিকেটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ট্রফি হল আইসিসি বিশ্বকাপ। কয়েক দশক আগে শুধুমাত্র ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বকাপ আয়োজিত হতো। তাই ওই ট্রফিটের আলাদা গুরুত্ব রয়েছে। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে এমনকি টেস্টেও বিশ্বকাপ আয়োজিত হয়। ওই ঝলমলে ট্রফি গুলি যথেষ্ট আকর্ষণীয় যে কোন ক্রিকেটারের কাছে।

তবে ক্রিকেট বিশ্ব বিভিন্ন সময়ে বিভিন্ন অদ্ভুত আকারের ট্রফিও দেখেছে। এই ট্রফিগুলি যখন সামনে আসে তখন তার অদ্ভুত আকার বা গঠনের জন্য এগুলি ভক্তদের আলোচনার বিষয় হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে আনতে চলেছি ক্রিকেটবিশ্বের সেই তিনটি ট্রফি যেগুলি ভক্তদের কাছে আলোচ্য বিষয় হয়েছে নিজেদের অদ্ভুত গঠন শৈলীর কারণে।

কোকাকোলা কাপ (১৯৯৭/৯৮): ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের জন্য নির্ধারিত পুরস্কার ছিল এটি যা দেখতে ছিল একটি অতিকায় কোকাকোলার বোতলের ক্যাপের ন্যায়। মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারতীয় দল এই ত্রিদেশীয় সিরিজটি জিতে ওই ট্রফিটি দখল করেছিল।

coca cola cup

টিইউসি বিস্কুট কাপ (২০১৮): ২০১৮ সালে অ্যারন ফিউচার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল পাকিস্তানের মাটিতে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল। ওই সিরিজের স্পনসর টিইউসি বিস্কুট যে ট্রফিটি নির্মাণ করেছিলেন তা দেখতে ছিল অবিকল একটি টোস্ট বিস্কুটের মত। ট্রফি দেখতে এতটাই হাস্যকর ছিল যে আইসিসি পর্যন্ত ট্রফি-টির আকার নিয়ে ট্রোল করেছিল আয়োজকদের। গোটা ব্যাপারটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল যদিও ট্রফিটা জিতেছিল সরফরাজ আহমেদের পাকিস্তানই।

tuc cup

ডিএলএফ কাপ (২০০৬): জনপ্রিয় ডিএলএফ কোম্পানির কথা সকলেই জানেন যারা আইপিএলের শুরুর দিকে দীর্ঘদিন ওই মিলিয়ন ডলার লিগের স্পনসর ছিলেন। কিন্তু ২০০৬ সালে রাহুল দ্রাবিড়ের ভারত এবং ইনজামাম উল হকের পাকিস্তানের মধ্যে সিরিজের জন্য তারা যে ট্রফিটি ডিজাইন করেছিল তা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। ট্রফি উন্মোচনের সময় রাহুল দ্রাবিড় এবং ইনজামামকে সেই বিশাল চেহারা ওজনের ট্রফিটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যার রীতিমতো হাস্যকর ছবি ছিল।

dlf cup


Reetabrata Deb

সম্পর্কিত খবর