বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত আইপিএলে (IPL 2023) আমরা একাধিকবার এই ঘটনাটা খেয়াল করে দেখেছি যে রান তাড়া করতে নেমে টার্গেট যত অসম্ভব দেখাক না কেন দলগুলি চেজ করে ফেলছে। কিন্তু কিছু কিছু ক্রিকেটার এই বিশেষ ক্ষেত্রে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে। আজ আমাদের আলোচনা সেই সমস্ত ক্রিকেটারদের নিয়েই যারা এইবারের আইপিএলে রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় যোগদান দিয়েছেন।
৫. রিঙ্কু সিং: আইপিএল ২০২৩-এ তিনি ১৪ টি ম্যাচ খেলে ৪৭৪ রান করেছেন। অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে দলকে জয় এনে দিয়েছেন। তবে কে কে আর রিঙ্কুর সুনাম বজায় রাখতে পারেনি এই মরশুমে। তবে রান তাড়া করতে নেমে তার হিসেব কষে খেলার ক্ষমতা মন জিতে নিয়েছে দর্শকদের। রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স যে রান করেছে তার ২৫.৫ শতাংশ এসেছে রিঙ্কুর ব্যাট থেকে।
৪. ডেভিড ওয়ার্নার: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল বিদেশি ডেভিড ওয়ার্নার এই মরশুমে নিজের চির পরিচিত ছন্দে ছিলেন না। তার স্ট্রাইক রেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দলের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে রান সংগ্রহ করে গেলেও এবার যেন বড্ড ধীর গতিতে ব্যাটিং করছিলেন তিনি। রান তাড়া করতে নেমে দিল্লী ক্যাপিটালস যে পরিমাণ রান করেছে তার ২৭.৭ শতাংশ এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে।
৩. শুভমান গিল: এই আইপিএল তার স্বল্পদৈর্ঘ্যের কেরিয়ারে এখনো অবধি সেরা টুর্নামেন্ট ছিল। একের পর এক রেকর্ড করেছেন পুরনো রেকর্ড ভেঙেছেন তরুণ ভারতীয় ওপেনার। গুজরাট টাইটেলস কোন নির্দিষ্ট একজনের ওপর অত্যন্ত বেশি নির্ভর না হলেও বেশ কিছু ম্যাচে গিলের ব্যাটিং তাদেরকে সহজ জয় পেতে সাহায্য করেছে রান তারা করতে নেমে গুজরাট টাইটান্স যে পরিমাণ রান করেছে ২৮ শতাংশ এসেছে গিলের ব্যাট থেকে।
২. ফ্যাফ দু প্লেসিস: এই আইপিএল এর সবচেয়ে সফল ব্যাটারদের একজন। অতিরিক্ত কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়ে তাকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সম্মান গেলে পেছনে ফেলে দিয়েছেন ঠিকই কিন্তু তার এই মরশুমটা আরসিবি অধিনায়ক হিসেবে খুব ভালো না গেলেও একজন ওপেনিং ব্যাটার হিসেবে সেরা গিয়েছে। ধারাবাহিকভাবে সমস্ত ম্যাচে রান করে গিয়েছেন তিনি। রান তাড়া করতে গিয়ে আরসিবি যে রান করেছে তার ২৯.১ শতাংশ এসেছে তার ব্যাট থেকে।
১. বিরাট কোহলি: তার সঙ্গে দু প্লেসিসের জুটি এই মরশুমে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় শক্তি ছিল। আরসিবি এবারও আইপিএল জিততে পারেনি কিন্তু তার জন্য বিরাট কোহলি কোনভাবেই দায়ী নন। মার্চের কিছু ম্যাচ বাদ দিলে গোটা টুর্নামেন্টে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন এবং রান তাড়া করতে গিয়ে আরসিবি যে রান করেছে তার ২৯.১ শতাংশ এসেছে তার ব্যাট থেকে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…