বড়সড় রদবদল, উলটে গেল “টপ ৫”! দর্শকদের বিরাট ধাক্কা দিয়ে এক নম্বরে উঠে এল স্টার জলসার “ফ্লপ” সিরিয়াল

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার মানেই সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশের দিন। সারা সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল (Serial) কেমন নম্বর তুলল, কতটা দর্শক টানতে পারল, সব হিসেব নিকেশ হয় এইদিনেই। কিছু সিরিয়াল টিআরপি তুলে দ্রুত গতিতে এগোচ্ছে তালিকায়, আবার কিছু ধারাবাহিক (Serial) কম নম্বরের জেরে এখনো পিছিয়ে রয়েছে।

পুরনো সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা বাড়ছে

যদিও এখন সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা নির্ধারণ করার একাধিক উপায় বেরিয়ে গিয়েছে। শুধুমাত্র টিভির টিআরপি তালিকার উপরে নির্ভর করে থাকে না কোনো ধারাবাহিকের জনপ্রিয়তা। আসলে বর্তমানে অফলাইন অর্থাৎ টিভিতে সিরিয়াল (Serial) সম্প্রচারের পাশাপাশি অনলাইনেও সম্প্রচারিত হয় বিভিন্ন সিরিয়াল। বিশেষ করে স্টার জলসা অনেক সময় টিভিতে সম্প্রচারের আগেই অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করে বিভিন্ন ধারাবাহিকের (Serial) এপিসোড।

Top 5 list of popular serial changed

এগিয়ে এল জলসার মেগা: একটা বড় সংখ্যক দর্শক অনলাইনেই সিরিয়াল (Serial) দেখতে পছন্দ করেন। একটি নির্দিষ্ট সময়ে টিভিতে দেখার পরিবর্তে অনলাইনে যেকোনো সময় পছন্দের সিরিয়াল দেখার পক্ষপাতী অনেকেই। আর সেখান থেকেও জনপ্রিয়তা নির্ধারিত হয় ধারাবাহিকের (Serial)। অনলাইনে কোন কোন সিরিয়াল এগিয়ে বা পিছিয়ে রয়েছে তারও তালিকা সামনে এসেছে। আর সেখানেই এবার দেখা গিয়েছে বড় চমক।

আরো পড়ুন : গল্পের ট্র্যাক বদলান, নয়তো… বেকায়দায় স্টার জলসা! সিরিয়াল নিয়ে “হুঁশিয়ারি” দর্শকদের

টিআরপিতে রয়েছে পিছিয়ে: বড়সড় রদবদল হয়েছে অনলাইন তালিকায়। টিআরপিতে মার খাওয়া দীর্ঘদিনের পুরনো সিরিয়াল (Serial) নতুনদের পেছনে ফেলে এক লাফে উঠে এসেছে প্রথম স্থানে। এমনিতে দীর্ঘদিনের পুরনো হওয়ায় টিআরপিতে অনেকটাই পেছনে পড়ে গিয়েছে সিরিয়ালটি (Serial)। তবে অনলাইনে এই সিরিয়ালের জনপ্রিয়তা দেখার মতো। এই সিরিয়ালের জনপ্রিয়তা দেখার মতো।

আরো পড়ুন : গল্প এগোলো রাতারাতি, দর্শক টানতে জমজমাট পর্ব আনছে জলসার এই সিরিয়াল

কথা হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র ব্যাপারে। দীর্ঘ তিন বছরের সিরিয়ালটি টিআরপি খুইয়েছে। কিন্তু অনলাইনে এখনো ধারাবাহিকের জনপ্রিয়তা দেখার মতো। ফলে সব মেগাকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দুই শালিক এবং গীতা LLB। বরং নতুন সিরিয়াল চিরসখা নেমে গিয়েছে ছয় নম্বরে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর