সামরিক খাতে সবথেকে বেশি খরচ করে এই ৫ দেশ! তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

বাংলাহান্ট ডেস্ক : প্রাচ্য থেকে শুরু করে পাশ্চাত্য, ভারত (India) সহ প্রায় সব দেশেরই কম বেশি শুরু হয়েছে নানান সংকট। আর এই বিশ্ব সংকটের মুখে দাঁড়িয়ে শুধু এশিয়া, আফ্রিকাই নয় ইউরোপ, আমেরিকাও চাইছে প্রতিটি ক্ষেত্রে নিজেদের শক্তি বৃদ্ধি করতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্য সংকট, প্রতিটি দেশই তাদের প্রতিরক্ষা নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করছে।

Top 5 Military Spending Countries and India

বিশ্বের অন্যান্য দেশগুলোর হুমকি মোকাবিলা করতেই সব দেশ তাদের সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে। নিজেদেরকে আরোও শক্তিশালী করে গড়ে তুলতে সামরিক বাহিনীর তিনটি ক্ষেত্রেই অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে। তবে আপনি কী জানেন সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় (Military Spending) করা শীর্ষ-৫টি দেশের কারা আছে?

ভারত (India) ও অন্যান্য দেশগুলি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

৫) সৌদি আরব: সামরিক খাতে ব্যয়ের দিক থেকে শীর্ষ-৫ দেশের নিরিখে সৌদি আরবের অবস্থান পঞ্চম স্থানে। ২০২৪ সালের এপ্রিল মাসের SIPRI মিলিটারি এক্সপেন্ডিচার ডাটাবেসের তথ্য অনুসারে, সৌদি আরব তার সামরিক খাতে ব্যয় করেছে ৭৫.৮ বিলিয়ন ডলার। এটি তার জিডিপির ৭.১ শতাংশ।

৪) ভারত: সামরিক খাতে ব্যয়ের দিক থেকে হিসেব করলে চতুর্থ স্থান দখল করেছে ভারত (India)। ভারত তার সামরিক খাতে ব্যয় করে ৮৩.৬ বিলিয়ন ডলার। জিডিপির (GDP) প্রায় ২.৪ শতাংশ ব্যয় করেছে আমাদের দেশ।

আরোও পড়ুন : ‘ওই টাকা চাই না’! সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় CBI তদন্ত নিয়ে কী বললেন নির্যাতিতার বাবা-মা?

৩) রাশিয়া: রাশিয়া বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে সামরিক ব্যয়ের দিক থেকে। রাশিয়া তার ১০৯ বিলিয়ন ডলার ব্যয় করে সামরিক খাতে। এটি তার জিডিপির ৫.৯ শতাংশ।

২) চিন: সামরিক ব্যয়ের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে চিন। চিন ২৯৬ বিলিয়ন ডলার ব্যয় করে তার সামরিক খাতে। জিডিপির শেয়ারের কথা বললে, বেইজিং তার জিডিপির ১.৭ শতাংশ সামরিক খাতে ব্যয় করে।

Top 5 Military Spending Countries and India

১) আমেরিকা: সামরিক খাতে ব্যয়ের দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকা তার সামরিক খাতে ৯১৬ বিলিয়ন ডলার ব্যয় করে, যা তার জিডিপির ৩.৪ শতাংশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর