বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই ক্রিকেটে ওপেনারদের ভূমিকা কেমন? অনেকেই এই প্রশ্নের অনেকরকম উত্তর খুঁজে দিতে পারেন। কেউ কেউ বলতে পারেন সীমিত ওভারের খেলা হওয়ায় এবং ফিল্ডিংয়ের সীমাবদ্ধতার ব্যাপারটা বর্তমান থাকায় একজন ওপেনারের প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং করা উচিত। আবার কেউ বলতে পারেন পিচ ও পরিস্থিতি বুঝে পরের দিকে নামতে চলা ব্যাটারদের কাজটা সহজ করে দেওয়ার জন্য ওপেনারদের প্রাথমিকভাবে রক্ষণাত্মক এবং তারপর সেট হয়ে আগ্রাসী ব্যাটিং করা উচিত। তবে আজ আমরা সেই দর্শনের আলোচনায় না গিয়ে সোজাসুজি দেখে নেব যে ওডিআই ক্রিকেটে ওপেন করে প্রথম ওভারে সবচেয়ে বেশি রান করেছেন কোন ওপেনাররা।
৫. ক্রিস গেইল: এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন মারকুটে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। দেশের জার্সিতে ৩০১ টি ওডিআই ম্যাচ খেলা এই ওপেনার প্রথম বল থেকেই মারকুটে ব্যাটিং করার তত্ত্বে বিশ্বাস রেখে থাকেন। কেরিয়ারে ওডিআই ম্যাচগুলির প্রথম ওভারে তিনি মোট ৩৪৬ রান করেছেন। তার ওডিআই কেরিয়ারের মোট রান সংখ্যা ১০,৪৮০।
৪. মার্টিন গাপ্টিল: কিউয়ি এই তারকা বর্তমান প্রজন্মের সেরা ওপেনারদের মধ্যে একজন হিসেবে পরিচিতি পান। নিজের দিনে তিনি প্রথম ওভার থেকেই বিপক্ষ বোলারদের আক্রমণ শুরু করেন। নিজের ১৫৮ ম্যাচের ওডিআই কেরিয়ারে তিনি মোট ৭,৩৪৬ রান করেছেন। এর মধ্যে থেকে শুধুমাত্র প্রথম ওভারে এসেছে ৩৪৭ রান।
৩. অ্যাডাম গিলক্রিস্ট: মারকুটে এই অজি ওপেনার একসময় বিপক্ষ বোলিংয়ের ত্রাস ছিলেন। নিজের ২৮৭ ম্যাচের ওডিআই কেরিয়ারে তিনি ৯৬.৯৪ স্ট্রাইক রেটে ৯৬১৯ রান করেছেন। অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জেতানো এই তারকা ওপেনারের নিজের কেরিয়ারের সব প্রথম ওভার মিলিয়ে ৫০১ রান করেছেন।
২. বীরেন্দ্র সেওবাগ: ভারতের এই তারকা ওপেনার নিজের কেরিয়ারের শুরুতে একজন ওপেনার ছিলেন না। তা সত্ত্বেও তিনি এই তালিকায় যখন জায়গা করে নেন তখন তিনি যে কতটা বিশেষ খেলোয়াড় সেটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। ভারতকে বিশ্বকাপ জেতানো এবং ওডিআই ক্রিকেটে একটি দ্বিশতরানের মালিক সেওবাগ এই ফরম্যাটে প্রথম ওভারে মোট ৫০৩ রান করেছেন।
১. তামিম ইকবাল: বাংলাদেশের এই তারকাকে এই তালিকায় দেখে অনেকেই অবাক হবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। বাংলাদেশের এই বহু যুদ্ধের নায়ক নিজের আন্তর্জাতিক কেরিয়ারে মোট ২৪১ টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং করেছেন ৮,৩১৩ রান। তার মধ্যে প্রথম ওভারে রয়েছে ৫৫৩ রান। ভবিষ্যতে কোনও তারকার পক্ষে তার এই রেকর্ডকে টপকে যাওয়া খুব কঠিন।