ভারতে প্রথম বিশ্বকাপ খেলতে এসে আগুন ছোটাবেন এই ৫ তারকা! তালিকায় ২ ভারতীয় ও ১ পাকিস্তানি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডে আয়োজিত ২০১৯ বিশ্বকাপের (ODI World Cup 2019) পর কেটে গিয়েছে অনেকটা সময়। প্রায় প্রতিটি দলেই পরিবর্তন এসেছে বেশ কিছুটা। অনেক প্রতিভাবান ক্রিকেটার এখন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দলে নিয়মিত, যারা আসন্ন অক্টোবরে ভারতে প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলতে নামবেন। এসব ক্রিকেটারদের মধ্যে থেকেই ৪ জন এমন তারকাকে বেছে নেওয়া হল যারা নিজেদের প্রথম বিশ্বকাপেই সকলকে মুগ্ধ করতে চলেছেন।

siraj new zealand

৪. মহম্মদ সিরাজ: ফরম্যাট যাই হোক না কেন, নতুন বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়াটা নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছেন এই ভারতীয় পেসার। এখনো অবধি মাত্র ২৪ ম্যাচ খেলে ৪৩ টি ওডিআই উইকেট তুলে নিয়েছেন তিনি। সেই সঙ্গে তার ইকোনমি রেট মাত্র ৪.৭৮। বিশ্বকাপে ভারতীয় পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার ভার থাকছে তার কাঁধেই।

green

৩. ক্যামেরন গ্রিন: মারকুটে মেজাজে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দলের প্রধান বোলারদের ওপর থেকে চাপ কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই অজি অলরাউন্ডার। শেষ দুই বছরে উপমহাদেশের মাটিতে প্রচুর ম্যাচ খেলে এখানকার পিচ ও পরিস্থিতি সম্পর্কেও যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অন্যতম বড় ভরসা হতে চলেছেন তিনি।

rauf

২. হ্যারিস রাউফ: অভিজ্ঞ শাহীন আফ্রিদির যোগ্য জুরিদার হয়ে ওঠার ক্ষমতা রাখেন এই পাক পেসার। গতির পাশাপাশি সুইংয়েও প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা রাখেন। উপমহাদেশের উইকেট সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা থাকা এই পাক পেসার নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত ২২ টি ওডিআই ম্যাচ খেলে ৩৯ টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের তুরুপের তাস হয়ে উঠতে পারেন আসন্ন বিশ্বকাপে।

gill 4th century

১. শুভমান গিল: অসাধারণ প্রতিভার অধিকারী এই তারকার বিরুদ্ধে সকলের একটিই অভিযোগ। আর সেই অভিযোগ হলো যে তিনি বড় মঞ্চে সফল নন। যদিও নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেননি তিনি। তবে দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে নিন্দুকদের যোগ্য জবাব দেওয়ার মরিয়া চেষ্টা করবেন মাত্র ২৪ টি ওডিআই ম্যাচ খেলেই ৪ টি শতরান সহ ১৩১১ রান করে ফেলা এই তরুণ ভারতীয় ওপেনার।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর