ভারতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন এই ৬ ক্রিকেটার! তালিকায় একাধিক কিংবদন্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৯৮৩ বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। এরপর গত ৩০ বছর ধরে একটি ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে আজ ভারতীয় ক্রিকেট বিশ্বে নিজেদের মারাত্মক প্রভাব বিস্তার করেছে। আজ ভারতীয় ক্রিকেটের বাকি মহাশক্তিধর দেশগুলির মতোই শক্তিশালী। তার পাশাপাশি প্রতিদিন উন্নতি ঘটে চলেছে, তরুণ প্রতিভা উঠে আসছে রোজই। ফলে ভারতীয় ক্রিকেটের চেয়ে প্রভাবশালী এই মুহূর্তে কোন দেশের ক্রিকেটেই নয়। আর সেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে জিতেছেন সেটি আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয়। একে একে আমরা সেই সব ছয় ক্রিকেটারের নাম তুলে ধরব যারা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন।

dravid test

৬. রাহুল দ্রাবিড়: বর্তমান ভারতীয় দলের কোচ এবং প্রাক্তন ভারত অধিনায়ককে আজও অনেকে সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার বলে থাকেন। তার ওডিআই রেকর্ড হোক যথেষ্ট প্রশংসনীয়। এই তালিকায় তিনি রয়েছেন ৬ নম্বরে।

yuvraj vs pak

৫. যুবরাজ সিং: সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ের মূল কারিগর যুবরাজ সিং এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন। ভারতীয় দলের জার্সিতে তিনি সব ফরম্যাট মিলিয়ে মোট ২২৭ টি ম্যাচ জিতেছেন।

out rohit

৪. রোহিত শর্মা: ভারতের সাথে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিত আজ ভারতের অধিনায়ক। অত্যন্ত অল্প বয়স থেকে তিনি ভারতীয় দলের অংশ এবং নানান উত্থান পতনের সাক্ষী। ৩ ফরম‍্যাট মিলিয়ে তিনি মোট ২৭৭ টি জয়ের সাক্ষী রয়েছেন।

dhoni re

৩. মহেন্দ্র সিংহ ধোনি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ওডিআই ক্রিকেটারদের মধ্যে একজন। নিজের অধিনায়কত্বের পরবর্তীতে এবং তার আগেও তিনি একাধিক স্মরণে মুহূর্তের সাক্ষী রেখেছেন। সব মিলিয়ে নিজের কেরিয়ারে তিনি মোট ২৯৫ টি ম্যাচ জিতেছেন।

২. বিরাট কোহলি: ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের মধ্যে একজন এবং সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। ভারতের জার্সিতে ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। সব মিলিয়ে তিনি ভারতের জার্সি গায়ে চাপিয়ে মোট ২৯৬ বার জয়ের সাক্ষী থাকতে পেরেছেন। এই সংখ্যা আরও বাড়বে।

১. সচিন টেন্ডুলকার: ভারত তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। ভারতের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ওডিআই এবং টেস্ট দুই ফরম্যাটেই সফল তিনি। ভারতের জার্সিতে প্রায় ৭০০ কাছাকাছি ম্যাচ খেলে সচিন টেন্ডুলকার ৩০৭ বার দেশকে জয়ের সাক্ষী থাকতে দেখেছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর