বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote) পূর্বে বঙ্গে শক্তি বৃদ্ধির প্রয়াসে মরিয়া বিজেপি (BJP)। তবে বিগত কিছু সময় ধরে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ, সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder) সঙ্গে দলের সাংসদদের যথেষ্ট দূরত্ব বেড়েছে । এবার পঞ্চায়েত ভোটের আগে সেই গোষ্ঠী কোন্দলের ফাঁক বুজতে ময়দানে নামছেন অমিত শাহ (Amit Shah), বিএল সন্তোষ। রাজধানীতে বঙ্গ বিজেপির নেতৃত্ব ও সাংসদদের নিয়ে একজোটে বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, দলীয় বৈঠক ছাড়াও দিল্লিতে থাকছে শুভেন্দু-শাহর একান্ত বৈঠক।
শুভেন্দু, সুকান্ত, দিলীপ! বঙ্গ বিজেপির প্রথম সারির তিন যোদ্ধা। তবে বলতে গেলে এখন একজোটে নয়, তিন নেতার শিবিরে বিভক্ত বাংলার বিজেপি। অন্যদিকে, প্রায়শই শোনা যায় বঙ্গের বিজেপি সাংসদদের অভিমানের কথা। দলে থেকেও তাঁদের বিতাড়িত করা হয় এমন কথাও উঠে এসেছে বিজেপির অন্দর মহল থেকে। পাশাপাশি দিলীপ-শুভেন্দু দ্বন্দ্ব যে দিনদিন ক্রমশ্য জোড়ালো হয়ে উঠছে, তা বোঝার অবকাশ রাখে না। এবার এই সকল সমস্যার সমাধান করতেই দিল্লিতে (Delhi) সোমবার শাহী বৈঠকের আয়োজন করেছে কেন্দ্রের বিজেপি শিবির।
প্রসঙ্গত, রবিবার বিমান বন্দরে অমিত শাহকে ছেড়ে ফেরার পথে বিরোধী দলনেতা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তাঁকে আলাদা করে ৩০ মিনিট সময় দিতে চেয়েছেন। দিল্লিতে ডেকে আলাদা করে কথা বলতে চেয়েছেন তাঁর সাথে। পাশাপাশি শুভেন্দু বলেন, “তিনি আমাকে কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন। সোমবার দিল্লিতে সাংসদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। সেখানে আমারও ডাক রয়েছে। তিনি বলেছেন তুমি সোমবার ফিরবে না। সোমবার তুমি দিল্লিতে থাকবে। মঙ্গলবার তোমাকে ৩০ মিনিট সময় দিচ্ছি সংসদে আমার অফিসে এসে আমার সঙ্গে দেখা করবে। অনেকগুলো বিষয় আছে যেটা তোমার এবং রাজ্য সভাপতির সঙ্গে আমার আলোচনা করা দরকার।”
শুভেন্দুর এই মন্তব্যের পরই শোরগোল পরে গেছে বঙ্গ রাজনীতিতে। তবে কী পঞ্চায়েত ভোটে জয়লাভের রণকৌশল আয়ত্ত করতেই দিল্লির পথে বঙ্গ বিজেপি! নাকি শুভেন্দুর জানুয়ারির নতুন ‘ডেডলাইন’ আসবে কোনও নতুন নির্দেশে ? এই সমস্ত প্রশ্নেই বাড়ছে জল্পনা।
সূত্রের খবর , প্রথমে সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়িতে এই বৈঠক হওয়ার কথা থাকলেও, বিজেপির অন্দরের অমতে পরে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের দিল্লির বাড়িতে এই বৈঠকের আয়োজন করেছে গেরুয়া শিবির। থাকছে অমিত শাহ, বিএল সন্তোষ, সুনীল বনশল সহ মঙ্গল পাণ্ডেরা। বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারও।