বারামুলায় লস্করের টপ কম্যান্ডার সমেত তিন জঙ্গিকে নিকেশ করল সেনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) ভারতীয় সেনা বড়সড় সফলতা অর্জন করল। ভারতীয় সেনা বারামুলা (Baramulla) জেলায় সোমবার হওয়া এনকাউন্টারে লস্কর-ই-তইবা (Lashkar-E-Taiba) এর টপ কম্যান্ডার সাজ্জাদ ওরফে হায়দারকে নিকেশ করেছে। সাজ্জাদ ছাড়াও লস্করের আরও দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা। কাশ্মীর পুলিশের আধিকারিক বিজয় কুমার এই কথা জানান। আরেকদিকে জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় CRPF আর পুলিশের তিন জওয়ান শহীদ হয়েছেন।

জম্মু কাশ্মীর পুলিশ জানান, জঙ্গিরা একটি নাকা চেকিংয়ে আজ সকালে সেনার উপর হামলা চালায়। এরপর উত্তর কাশ্মীরের বারামুলা জেলার করিরি এলাকায় সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। পুলিশ জানায়, নাকা চেকিংয়ে জঙ্গিদের অতর্কিত হামলার ফলে CRPF এর দুই জওয়ান আর জম্মু কাশ্মীর পুলিশের এক বিশেষ পুলিশ আধিকারিক প্রাণ হারান।

জম্মু কাশ্মীর পুলিশ জানায়, নাকা চেকিংয়ে হামলার পর সেনা গোটা এলাকা ঘিরে জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালায়। লস্করের তিন জঙ্গি উক্ত হামলায় যুক্ত ছিল। তাঁদের তল্লাশির জন্যই সেনা বারামুলার করিরি এলাকায় ঘেরাবন্দি করে জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালায়। তখনই হওয়া এনকাউন্টারে তিন জঙ্গি নিকেশ হয়।

সম্পর্কিত খবর

X