পুলিশকর্মীর মৃত্যুর বদলা নিল সেনা, লস্করের জঙ্গি মুদাসির সহ তিন জঙ্গি নিকেশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের সোপোরে গতকাল রাতে হওয়ার এনকাউন্টারে সেনা তিন জঙ্গিকে নিকেশ করেছে। ওই তিন জঙ্গি লস্কর-এ-তইবার সঙ্গে যুক্ত ছিল। পুলিশ আর সিআরপিএফ-এর টিমের উপর ১২ জুন হওয়া একটি হামলায় যুক্ত লস্করের কম্যান্ডার মুদাসির পণ্ডিতকেও নিকেশ করেছে। ১২ জুন হওয়া এই হামলায় ৩ জন পুলিশকর্মী আর ২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল।

আইজি বিজয় কুমার বলেন, সোপোরের হামলায় যুক্ত মুদাসির পুলিশ পার্টির উপর হামলা করা ছাড়াও অন্যান্য জঙ্গি গতিবিধিরেও যুক্ত ছিল। পুলিশ জানায়, এখন এই অভিযান শেষ হয়েছে এনকাউন্টারের পর সেনা তিনটি একে-৪৭ সমেত প্রচুর পরিমাণে হাতিয়ার উদ্ধার করেছে।

বিজয় কুমার বলেন, মৃত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক আবদুল্লাহও যুক্ত ছিল। ২০১৮ থেকে সে উত্তর কাশ্মীরে সক্রিয় ছিল। বিজয় কুমার জানান, মুদাসিরের মৃত্যু সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর।

বলে দিই, ১২ জুন সোপোরে পুলিশ আর সিআরপিএফ এর জয়েন্ট টিমে আরামপুরায় হামলা হয়েছিল। ওই হামলায় তিনজন পুলিশকর্মী শহীদ হয়েছিলেন, এবং দুজন পুলিশকর্মী আহত হয়েছিলেন। এছাড়াও ২ জন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছিলেন।

সম্পর্কিত খবর

X