বাংলাহান্ট ডেস্ক : বিপদের সয়য় চিকিৎসা খরচ তোলার জন্য মেডিক্লেম (Mediclaim) খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মেডিক্লেমের একাধিক সংস্থা নিয়ে উঠেছে অভিযোগ। বহু মেডিক্লেম কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যতটা বিল হয়েছে, নানান অজুহাত দেখিয়ে তার থেকে অনেক কম টাকা মেটানোর মতো অভিযোগ ওঠে মেডিক্লেম (Mediclaim) সংস্থাগুলির বিরুদ্ধে। বছরের পর বছর ধরে প্রিমিয়াম দিয়েও বিপদের সময় মেডিক্লেম সংস্থাগুলির আচরণে কার্যত অকূলপাথারে পড়তে হয় রোগীর পরিবারকে। তাই এবার বড় পদক্ষেপ করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার।
মেডিক্লেম (Mediclaim) নিয়ে উঠেছে একগুচ্ছ অভিযোগ
সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই মেডিক্লেম (Mediclaim) প্রিমিয়ামের টাকা হু হু করে বৃদ্ধি পায়। কিন্তু প্রয়োজনের সময় মেলে কার্যত কাঁচকলা। প্রয়োজনের তুলনায় অনেক কম টাকা বিল দিতে দেখা যায় অনেক সময়। আবার ক্যাশলেস মেডিক্লেম (Mediclaim) করালেও তার সুবিধা পাওয়া যায় না। প্রয়োজনের সময় হাসপাতালের বিল মেটাতে টালবাহানা করার অভিযোগও ওঠে প্রচুর।
১১ টি সংস্থাকে তলব: অনেক সময় নগদে চিকিৎসা করানোর পর ইনস্যুরেন্স কোম্পানির থেকে পরে টাকা দাবি করতে হয়। পাশাপাশি বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে নগদে চিকিৎসা করালে যত টাকা বিল হয়, ক্যাশলেস মেডিক্লেম (Mediclaim) কার্ড থাকলে হাসপাতালগুলি আরো বেশি বিল আনে। এতে মেডিক্লেমে কমে যায় টাকা। এমতাবস্থায় তাই স্বাস্থ্য বিমায় বেনিয়ম রুখতে মোট ১১টি মেডিক্লেম (Mediclaim) সংস্থাকে ডেকে পাঠিয়েছে স্বাস্থ্য কমিশন। আগামী ২১ শে এপ্রিল সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান এবং আধিকারিকদের সঙ্গে।
আরো পড়ুন : মমতার গ্রেফতারি আটকেছে CPM, এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার বড় দাবি শুভেন্দুর
কী জানালেন চেয়ারম্যান: স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বলেন, মেডিক্লেম (Mediclaim) নিয়ে মানুষের এত অভিযোগ কেন, তা খতিয়ে দেখে সমাধান বের করাই এই বৈঠকের উদ্দেশ্য। তবে অনেক সময় অসাধু নার্সিং হোম গুলি মিথ্যে রোগীর ডুয়ো বিল বানিয়েও মেডিক্লেমের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে মেডিক্লেম (Mediclaim) সংস্থাগুলির তরফে আসে অভিযোগ।
আরো পড়ুন : SSC ইস্যু: হঠাৎ সিদ্ধান্ত বদল! এবার বড় পদক্ষেপের পথে চাকরিহারারা, চাপে রাজ্য!
যেমনটা জানা গিয়েছে, মোট ১১ টি মেডিক্লেম (Mediclaim) সংস্থাকে তলব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল ইনস্যুরেন্স, নিউ ইন্ডায়ে অ্যাস্যুরেন্স কোম্পানি, ICICI লোম্বার্ড জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি, আদিত্য বিড়লা হেলথ ইনস্যুরেন্স কোম্পানি, বাজাজ অ্যালায়েনজ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি, স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েঞ্জ ইনস্যুরেন্স কোম্পানি, নিভা বুপা হেলথ ইনস্যুরেন্স কোম্পানি, রয়্যাল সুন্দরম জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি এবং টাটা এআইজি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি।