১০ টনের বেশি সোনা, ১৫৯০০ কোটি টাকা নগদ! তিরুপতি মন্দিরের সম্পত্তির পরিমাণ জানলে ‘হাঁ” হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : এই শনিবার তিরুপতি মন্দির ট্রাস্ট প্রচার করে যে, এই মন্দিরে প্রায় ১০.৩ টনের বেশী সোনা আমানত রয়েছে এবং নগদ প্রায় ১৫,৯০০ কোটি টাকা আছে। এই দিন তিরুমালা তিরুপতি দেবস্থানামাস (TTD) একটি প্রচার পত্র প্রকাশ করে যাতে বলা হয়, মন্দিরের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত বা সম্পত্তিসহ কতো সোনা আছে তার হিসেব পেশ করা হয়।

TTD আরও ঘোষণা করে যে, ২০১৯ সাল থেকে এই বর্তমান ট্রাস্ট বোর্ড বিনিয়োগ নির্দেশিকাগুলিকে আরও শক্তিশালী করে তুলেছে। ব্যাংক ভিত্তিক বিনিয়োগ অনুযায়ী, TTD-র কাছে ৭৩৩৯.৭৪ টন গচ্ছিত সোনা আছে, এবং পরবর্তী ৩ বছরে আরও ২.৯ টন সোনা যোগ হয়েছে।

   

কিন্তু ট্রাস্ট সোশ্যাল মিডিয়ার সমস্ত রিপোর্টকে খারিজ করে বলে যে, TTD চেয়ারম্যান এবং বোর্ড অন্ধ্রপ্রদেশের সরকারের নিরাপত্তার জন্য বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাস্ট থেকে আরও জানানো হয় যে, এই যে অতিরিক্ত পরিমাণ টাকা সেগুলি তালিকাভুক্ত ব্যাংকগুলিতে বিনিয়োগ করা হয়েছে।

TTD জানায় যে, শ্রীভরীর ভক্তদের এই ধরণের বুজরুকিতে কান না দিতে বলা হচ্ছে। TTD খুব স্বচ্ছ এবং পরিষ্কার উপায়ে বিভিন্ন ব্যাংকগুলিতে টাকা বিনিয়োগ করেছে। তাঁদের দাবি মন্দির থেকে প্রায় ৫,৩০০ টাকারও বেশী মূল্যের ১০ টন সোনা এবং নগদ ১৫,৯৩৮ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে খুব সুষ্ঠুভাবেই জমা হয়েছে।

Tirupati Balaji Temple

এভি ধর্মা রেড্ডি, TTD-র নির্বাহী কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, TTD এর মোট সম্পদের মূল্য প্রায় ২.২৬ লাখ কোটি টাকা। ২০১৯ সালে মন্দিরের ব্যাংকগুলিতে গচ্ছিত মূল্যের পরিমাণ ছিল ১৩,০২৫ কোটি। ২০২২-এ তা ২,৯০০ কোটি বেড়ে ১৫,৯৩৮ কোটিতে পৌঁছেছে। মন্দিরের এতো টাকার উৎস ভক্ত, বিভিন্ন ব্যবসা এবং নানান প্রতিষ্ঠানের অনুদান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর