বাংলা হান্ট ডেস্কঃ সংবাদ শিরোনামে উত্তর কলকাতার প্রবীণ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য় (Trinamool Congress MP Sudip Banerjee)। না, নিজের কোনো কাজের জেরে নয়, গত দুদিন ধরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণালের দৌলতে লাইমলাইটে তৃণমূলের হেভিওয়েট নেতা। গতকালই ইডি-সিবিআই কে ট্যাগ করে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখার বিস্ফোরক দাবি জানিয়েছেন কুণাল। তবে যাকে নিয়ে এত শোরগোল সেই সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তি কত জানেন?
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে বিএসসি-তে স্নাতক হন বাংলার শাসকদলের হেভিওয়েট সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদে হোক বা বাইরে, তৃণমূলের হয়ে সর্বদাই ঝাঁঝ বজায় রাখেন উত্তর কলকাতার এই সাংসদ। তার সম্পত্তির পরিমাণ চমকে দেবে। ২৪ এপ্রিল ২০১৯ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুসারে, ২০১৪ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৯ লক্ষ ৮১ হাজার ৬৫ টাকা। ২০১৭ সালে তা বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১২ লক্ষ ৬৫ হাজার ৬১৩। এরপর ২০১৮ সালে তা বেড়ে হয় ১৪ লক্ষ ৭৩ হাজার ৪২৬ টাকা।
ওদিকে সম্পত্তির দিক থেকে সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ও (Nayna Banerjee) কিছু কম যান না। ২০১৪ সালের তথ্য অনুসারে, তার বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৮৭ হাজার ৫৭৮ টাকা। ২০১৮ সালে কমে হয় ৪ লক্ষ ৭৭ হাজার ৪৮৫ টাকা। হলফনামা জমা দেওয়ার সময় সুদীপের হাতে ছিল প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকা। স্ত্রী নয়না হাতে ছিল ২৩ হাজার ৭০৭ টাকা।
পাশাপাশি দিল্লি ও কলকাতার ন’টি ব্যাঙ্কে সাংসদের টাকা গচ্ছিত রয়েছে। বাড়িতে দু’টি চারচাকা। রয়েছে পোস্ট অফিসে স্ত্রীর সঙ্গে রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট।ব্যাঙ্ক ব্যালেন্স ও গাড়ি সবটা মিলিয়ে সুদীপের অস্থাবর সম্পত্তি ১ কোটি ৭০ লক্ষ ৬৯ হাজার ৪৮৯ টাকা। আর স্ত্রী নয়নার অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৪৭ লক্ষ ৭৫ হাজার ৮৫৪ টাকা।
আরও পড়ুন: কিছুক্ষণেই ৫০ কিমি বেগে ধেয়ে উঠবে ঝড়, দক্ষিণবঙ্গের ৭ জেলায় IMD-র অ্যালার্ট: আবহাওয়ার খবর
নয়নায় সোনার গয়না রয়েছে ৮ লক্ষ ৫৭ হাজার ২৭৫ টাকার। তার নামে রয়েছে শহরের বিভিন্ন জায়গায় জমিও কেনা রয়েছে। জমি জায়গা ফ্ল্যাট রয়েছে সুদীপের নামেও। সব মিলিয়ে হেভিওয়েট দম্পত্তির সম্পত্তির পরিমাণ নজর কাড়ার মতো।