‘বিরাট কোহলি ফ্লপ! শুভমান আসলে সচিনের মতো’, WTC ফাইনালের আগে বিস্ফোরক মন্তব্য এই তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলতে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Team India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ইংল্যান্ডের ওভালের মাঠে যে তাদের লড়াই একেবারেই সহজ হবে না সেটা সকলেই জানেন। কিন্তু এই ফাইনালের আগে বিরাট কোহলি (Virat Kohli) সম্পর্কে মারাত্মক মন্তব্য করে বসলেন মহম্মদ কাইফ (Md. Kaif)। শুভমান গিল (Shubman Gill) সম্পর্কেও বড় প্রশংসা শোনা গেল তার মুখে।

সকলেই এতদিনে বুঝে গিয়েছেন যে রোহিত শর্মা সুস্থ থাকলে আগামীকাল তার সঙ্গে ওপেন করতে মাঠে নামবেন শুভমান গিলই। আর এই তরুণ ভারতীয় ওপেনারকে সচিন টেন্ডুলকারের সাথে তুলনা করেছেন মহম্মদ কাইফ। তিনি এমনটা বলতে ছাড়েন নেই যে বিরাট কোহলির খেলায় অনেক গলদ রয়েছে যেটা শুভমান গিলের খেলায় তিনি দেখতে পান না।

gill virat kohli

উদাহরণ হিসেবে বিরাট কোহলির ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং রেকর্ড সকলের সামনে এনেছেন তিনি। ২০১৪ সালে যখন বিরাট কোহলি ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে এসেছিলেন তখন জেমস অ্যান্ডারসন তাকে অত্যন্ত বেশি ভুগিয়েছিলেন। একাধিকবার একই ভঙ্গিতে অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তিনি।

বিরাট কোহলির ব্যাটিংয়ের ওই দুর্বলতাটি সামনে এনে সচিনকে তার থেকে কিছুটা এগিয়ে রাখছেন তাই। আর তার ধারণা শুভমান গিল সচিনেরই মতো ত্রুটিমুক্ত ব্যাটিং করতে অভ্যস্ত। যদিও তার সামনে এখনো অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে।

কাইফের এই দাবি নিঃসন্দেহে খুশি করবে না বিরাট কোহলি ভক্তদের। তবে কাল থেকেই শুরু হচ্ছে এই অতি গুরুত্বপূর্ণ মহাযুদ্ধ। সেখানে ভালো পারফরম্যান্স করে যদি বিরাট কোহলি জবাব দিতে পারেন নিন্দুকদের তাহলে তার চেয়ে ভালো আর কিছু হবে না তার ভক্তদের জন্য। সেই সঙ্গে শুভমান গিলের থেকেও অনেক প্রত্যাশা থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর