বাংলাহান্ট ডেস্ক : আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। মুখ পুড়েছে বাংলার (West Bengal)। বারংবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে বাংলার (West Bengal) নারী নিরাপত্তা। এই আবহে এবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় প্রকাশ্য দিবালোকে উঠল মহিলাকে মারধোরের অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভর দুপুরবেলা জনসমক্ষে এক মহিলাকে পাশবিকভাবে মারধোর করছেন এক যুবক (ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা বাংলা হান্ট যাচাই করেনি)।
পশ্চিমবঙ্গের (West Bengal) বনগাঁয় মহিলাকে মারধর
স্থানীয় সূত্রে খবর, এদিন বনগাঁ স্টেশন (Bongaon) থেকে ঢিল ছোড়া দূরত্বে মতিগঞ্জ এলাকায় আচমকা ওই মহিলার উপর চড়াও হয় এক যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবক প্রকাশ্যে অমানবিকভাবে প্রহার করছেন ওই মহিলাকে। এমনকি মহিলার চুলের মুটি ধরে বেধড়ক মারধোর করতেও দেখা যায় ওই যুবককে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হতে সর্বত্র নিন্দার ঝড়।
আরও পড়ুন : রাজ্যে এই প্রথম! প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, শিক্ষাব্যবস্থায় কি কি বদল আসছে?
জানা যাচ্ছে, আক্রান্ত মহিলা মতিগঞ্জের ঘড়ির মোড় এলাকায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক টোটো চালকের সাথে। তারপরই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এরপর আচমকা অভিযুক্ত টোটো চালক (Toto Driver) আক্রমণ করে বসেন মহিলার উপর। প্রকাশ্য দিবালোকেই চলে প্রহার। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের পথচলতি মানুষ ভয়ে পরিস্থিতি সামাল দিতেও যেতে পারেননি।
আরও পড়ুন : ‘পিছনে কেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করলে…’! ফের বিস্ফোরক দিলীপ ঘোষ
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক মহিলার নাকে-মুখে বিভিন্ন জায়গায় নির্বিচারে ঘুষি চালাচ্ছেন। একটা সময় পর দেখা যায় আক্রান্ত মহিলা লুটিয়ে পড়েছেন রাস্তার উপর। এরপর আশেপাশের মানুষ ও অন্যান্য টোটো চালকেরা এসে গণ প্রহার দেয় অভিযুক্তকে। জানা যাচ্ছে, অভিযুক্ত যুবকের সাথে বিশেষ সম্পর্কে লিপ্ত ছিলেন আক্রান্ত মহিলা। অনুমান সম্পর্কের টানাপোড়েনের জেরেই অভিযুক্ত এভাবে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়েছে মহিলার উপর।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর উঠেছে নিন্দার ঝড়। আতঙ্কিত হয়ে পড়েছেন বনগাঁর স্থানীয় মহিলারা। এক স্থানীয় মহিলা বাসিন্দার কথায়, “যে ঘটনা ঘটেছে তারপর রাস্তাঘাটে চলাফেরা করতে রীতিমতো ভয় লাগছে। প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগায় কীভাবে এমন ঘটনা ঘটতে পারে, তা নিয়ে আমার প্রশ্ন থাকবে প্রশাসনের কাছে।” অপর এক স্থানীয় বাসিন্দার কথায়, “অভিযুক্ত যুবকের আমরা কঠিন শাস্তি চাইছি। যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে সেই দিকে নজর দেওয়া উচিত প্রশাসনের। আমরা আতঙ্কিত।”