১ আগস্টের পর থেকে অবৈধ টমটম ত্রিপুরার পথে নামতে দেওয়া হবেনা, নির্দেশ হাইকোর্টের

গোবিন্দ দেবনাথ, আগরতলা, ২৯ জুলাই ঃ অবৈধ ভাবে ক্রয় করা টমটম চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ১ আগস্টের পর থেকে অবৈধ টমটম পথে নামতে দেওয়া হবেনা। বৈধ কাগজ এবং রেজিস্ট্রেশন থাকলেই চালানো যাবে টমটম।

এই নির্দেশ জারি হওয়ার পর টমটম এখনো পর্যন্ত সূত্রের খবর ১৭ টি টমটমের রেজিস্ট্রেশন করা সম্ভব হয়েছে। অথচ আগরতলায় ৫ হাজারের উপর টমটম রয়েছে। কি হবে তাদের ভবিষ্যৎ। এই নিয়ে প্রশ্ন উঠেছে টমটম চালক ও মালিকদের পক্ষ্য থেকে। সোমবার অবৈধ ভাবে বিক্রি করা টমটম গুলির মালিক ও চালক আগরতলার হারাধান সংঘ স্থীত টমটম বিক্রেতা মা- তারা অটোমোবাইলস কর্তৃপক্ষ্যকে ঘেরাও করে। তাদের কাগজ পত্র সঠিক করে দেওয়ার দাবি জানায়।

বৈধ কাগজ পত্র কেন প্রদান করা হয়নি তা নিয়ে কৈফিয়ৎ চান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনা স্থলে যায় পশ্চিম থানার পুলিশ। অবৈধ গারি বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

IMG 20190729 WA0305ঋন নিয়ে টমটম ক্রয় করা চালক ও মালিকদের দিকে তাকিয়ে মানবিক দৃস্টি কোন থেকে পদক্ষেপ গ্রহণের দাবি জানায় তারা।

Udayan Biswas

সম্পর্কিত খবর