বাংলা হান্ট ডেস্কঃ উপার্জনের একমাত্র সম্বল ছিল টোটো, এবার সেটাও খোয়া গেল। এরকমই এক অমানবিক ঘটনা ঘটে গেল রায়গঞ্জ শহরে। অসহায় টোটো চালক রাম সিং ডাক্তার দেখাতে গিয়ে নিজের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেললেন। বৃদ্ধ টোটো চালক রাম সিংয়ের একটি পা নেই, তবুও মনের জোরে ভিক্ষার বদলে টোটো চালানো শ্রেয় মনে করেছিলেন তিনি। আর এবার সেই টোটো চুরি করে নিয়ে গেল চোর।
রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃদ্ধ রাম সিংয়ের বাড়ি কালিয়াগঞ্জের দক্ষিণ ভবানীপুর এলাকায়। তিনি দুপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন রায়গঞ্জের উকিলপাড়ায়। আর সেখানে ডাক্তার দেখাতে গিয়ে তিনি চরম বিপত্তির সন্মুখিন হন।
রাম সিং জানান, একজন অপরিচিত ব্যক্তি আমাকে চা খেটে ডেকেছিল, তাঁর ডাকে চা খেতে গিয়ে ফিরে এসে দেখি আমার টোটো আর নেই। এরপর আমি চারপাশ খোঁজাখুঁজি শুরু করি, কোথাও টোটোটা না পেয়ে মেয়েকে ডেকে আনি, এরপর সে থানায় অভিযোগ জানাতে যায়, কিন্তু টোটোর নম্বর না থাকার কারণে অভিযোগ জানাতে পারেনি। রাম সিং বলেন, আমি কোনোভাবে টোটো চালিয়ে সংসার চালাই। কিন্তু আমার উপার্জনের একমাত্র রাস্তা চুরি হয়ে যাওয়ায় আমি ভীষণভাবে অসহায় হয়ে পড়েছি।
দুই মেয়ে আর দুই ছেলেকে নিয়ে আমার সংসার। আর এই সংসারের একমাত্র ভরসাই ছিল টোটোটা। এখন সেই টোটোও চুরি করে নিয়ে গেল চোর। এই কথা বলতে বলতে বাবা-মেয়ে দুজনের চোখ দিয়েই জল বেরিয়ে আসে। রাম সিংয়ের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।