বিশাল সস্তায় ট্যুর প্যাকেজ আনল পশ্চিমবঙ্গ সরকার! ঘুরতে পারবেন পাহাড়-সাগর, জঙ্গল-মালভূমি

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গেছে মাতৃপক্ষের। মাতৃপক্ষের সূচনা সাথে সাথে এখন আকাশে বাতাসে পুজোর গন্ধ। বাংলার সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো কমিটিগুলি শেষ মুহূর্তের মণ্ডপ সজ্জায় ব্যস্ত। আম বাঙালি ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটা করতে। পূজোর কটা দিন আবার অনেকেই বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন।

কিন্তু যারা এখনো পর্যন্ত কোথায় ঘুরতে যাবেন স্থির করতে পারেননি তাদের জন্য টুরিজম ডিপার্টমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল নিয়ে এসেছে বিশেষ সুযোগ। পর্যটন দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিশেষ পুজো প্যাকেজের। পুজোর সময় কিছু বাঙালি রয়েছেন যারা কয়েকটা দিন নিরিবিলিতে ছুটি কাটাতে পছন্দ করেন।

এই সময়টাকে তারা শহরের কোলাহল থেকে দূরে নির্জনে ঘুরতে যেতে পছন্দ করেন। আপনিও যদি আপনার পরিবারের সাথে এই পুজোয় বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। পরজনন দপ্তরের যে ট্যুরিজম প্যাকেজগুলি আনা হয়েছে সেগুলি বেশ সস্তার।

এই প্যাকেজের বিষয়ে বিশদ জানতে আপনারা পর্যটন দপ্তরে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। রাজ্য পর্যটন দপ্তর যে প্যাকেজগুলি এনেছে সেগুলোতে থাকা খাওয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এই প্যাকেজ গুলির মাধ্যমে অত্যন্ত সস্তায় আপনি আপনার পরিবারের সাথে ঘুরতে যেতে পারবেন।

dooars paren tourist spot

 

সরকারের এই প্যাকেজ ট্যুরে অন্তর্ভুক্ত রয়েছে ১৬ টি ডেস্টিনেশন। এই প্যাকেজে রয়েছে পাহাড় থেকে সমতল, এমনকি জঙ্গল ভ্রমণের সুবিধাও। ১৬ টি ডেস্টিনেশনে ৬৫টি ট্যুর প্যাকেজ এই মুহূর্তে লঞ্চ করেছে সরকার। সব মিলিয়েই বলা যায় যারা পর্যটন প্রেমী মানুষ রয়েছেন তাদের এক্কেবারে পুজোর আবহাওয়াটা সোনায় সোহাগা হয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর