বাংলা হান্ট ডেস্কঃ গ্রীষ্মের এই প্রখর রোদ থেকে বাঁচতে অনেকেই দার্জিলিংয়ে (Darjeeling) যাচ্ছেন। উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় ফের টয় ট্রেন দুর্ঘটনার (Toy Train Accident) সাক্ষী থাকল দার্জিলিং। মঙ্গলবার দুপুরে আচমকাই একটি যাত্রীবোঝাই চার চাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি টয় ট্রেন।
জানা যাচ্ছে, ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল সেই টয় ট্রেনটি (Toy Train)। তখন যাত্রীবোঝাই একটি গাড়িতে ধাক্কা মারে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দুর্ঘটনাস্থলের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, যে গাড়িটিতে ধাক্কা লেগেছে সেটির বাম দিকের সামনের অংশ খানিক দুমড়েমুচড়ে গিয়েছে। তবে স্বস্তির খবর হল, টয় ট্রেন ধাক্কা মারলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
গাড়ির ভেতর যে পর্যটকরা ছিলেন তাঁদের অল্প চোট লাগলেও গুরুতর কোনও আঘাত লাগেনি বলে খবর। তবে এই দুর্ঘটনার জেরে দার্জিলিংয়ে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যায়।
আরও পড়ুনঃ হাই কোর্টের রায়ে চাকরিহারা ২৫,৭৫৩! এবার নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ আদালতের, কাদের কপাল খুলল?
জানা যাচ্ছে, আজ দার্জিলিংয়ের বুকে যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি স্থানীয় এলাকার নয়। গাড়িতে দিল্লির নম্বর প্লেট লাগানো। এদিকে পর্যটকদের ভিড়ের কারণে বর্তমানে পাহাড়ি রাস্তায় বেশ যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বাইরের চালকদের অনেকেই জানেন না, দার্জিলিংয়ের রাস্তায় গাড়ি চালাতে গেলে টয় ট্রেনের জন্য কতখানি রাস্তা ছাড়তে হয়। এক্ষেত্রেও তেমনটাই হতে পারে বলে অনুমান।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের এই তাপপ্রবাহ থেকে বাঁচতে অনেকেই পাহাড়ের উদ্দেশে রওনা দিচ্ছেন। সম্প্রতি আবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া টু নিউ জলপাইগুড়ি অবধি ২২টি গ্রীষ্মকালীন স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে উত্তরবঙ্গগামী পর্যটকদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।