বাংলা হান্ট ডেস্ক : ভারতের শেয়ার বাজারে বিরাট বড় দুঃসংবাদ। ১.১৩ কোটি মানুষ ডেরিভেটিভ সেগমেন্ট ফিউচারস এবং অপশনসে টাকা হারাচ্ছেন, তাও আবার বিগত তিন বছর ধরে। আর গত তিন বছরের হিসেবে এই ট্রেডাররা (Traders) মোট ১.৮১ লক্ষ কোটি টাকার লোকসান করেছেন বলেই সেবি সূত্রে জানা গিয়েছে। শুনলে অবাক হবেন, ২০২৩-২৪ অর্থবর্ষে শুধু ফিউচার ট্রেডিংয়ে ৭৫ হাজার কোটি টাকার লস করেছেন বিনিয়োগকারীরা (Traders)। যা শেয়ার মার্কেটের জন্য বিরাট বড় দুঃসংবাদ। সম্প্রতি সেবি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যা শুনে রীতিমতো মাথা ঘুরে গিয়েছে।
ব্যবসায়ীদের (Traders) ২ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ হয়েছে:
সেবি একটি পরিসংখ্যান দেখিয়েছে, যেখানে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ইকুইটির ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংয়ের লাভ-ক্ষতির হিসেব রয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, এই তিন বছরে ১.১৩ কোটি ইনডিভিজুয়াল ট্রেডার (Traders) মোট ১.৮১ লক্ষ কোটি টাকা হারিয়েছেন।
স্বাভাবিকভাবেই এই লোকসান শেয়ার মার্কেটের ক্ষেত্রে পতনের অন্যতম অংশ।এখানেই শেষ নয় জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে বিনিয়োগকারীরা ৭৫ হাজার কোটির লস বুক করেছেন। সেবির তথ্য অনুসারে, এদিকে ইন্ডিভিজুয়াল ট্রেডাররা ৯১.১ শতাংশ অর্থাৎ ৭৩ লক্ষ ট্রেডার ফিউচারস ও অপশনে ট্রেডিং করার সময় টাকা হারিয়েছেন।
আরও পড়ুন : এবার ডিফেন্স সেক্টরেও বাজবে আদানির ডঙ্কা! নিচ্ছেন বড় পদক্ষেপ, জানলে হয়ে যাবেন “থ”
সেই হিসেবে দেখা গেলে ট্রেডারদের মধ্যে এক একজন ১.২০ লক্ষ টাকা হারিয়েছেন বিগত অর্থবর্ষে। আবার লস মেকিং ট্রেডারদের মধ্যে ৪ লক্ষ ট্রেডার এমনও আছেন যারা ২৮ লক্ষ টাকা পর্যন্ত লোকসান করেছেন। স্বাভাবিক ভাবেই এমন ক্ষতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এমনকি বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বেপরোয়া ট্রেডিং একটি বড় উদ্বেগের কারণ। এমনকি এই নিয়ে ইতিমধ্যেই সেবির পক্ষ থেকে বিনিয়োগের বিষয়ে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণের কথা ভাবা হচ্ছে। আগামী দিনে, এই বেপরোয়া গতিতে বিনিয়োগের ক্ষতিতে হ্রাস টানতেই এই ব্যবস্থা।